গো নিউজ২৪
প্রকাশিত:
বিধাতা সৃষ্টি করেছেন গ্রাম, আর মানুষ সৃষ্টি করেছে শহর। তাই প্রকৃতির অপরূপ শোভায় সমৃদ্ধ গ্রামের সৌন্দর্য ও জীবনধারা অকৃত্রিম। সারাদেশে ঝেঁকে বসেছে শৈত্যপ্রবাহ। ইতোমধ্যে বাংলাদেশের ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ হয়ে গেছে। তবুও থেমে নেই জনজীবন। শীতে জনজীবনের হালচাল নিয়ে এই আয়োজন।
শীত আসলেই রাইডার আনন্দ বেড়ে যায়। তাই রাইডার কাছে এর কোনো প্রভাব নেই। তারা আনন্দে দিনের শুরুতেই বেড়িয়ে পড়ে প্রকৃতির মাঝে।
বেড়ানোর সময় পেলে আমরা অনেকেই বেছে নিই পাহাড় বা সমুদ্রকে। কিন্তু শহুরে জীবনে অভ্যস্ত মানুষ প্রকৃতির কাছে খুব একটা যাই না। তাই শীতে প্রকৃতি উপভোগ করতে ঘুরে আসতে পারেন খেজুর আর সরষে ক্ষেতে ভরা বাংলার কিছু গ্রাম থেকে।
এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি এবং বাংলাদেশের সবচেয়ে বড় এ হাওরেও শীতে আসে প্রচুর অতিথি পাখি। এই হাওরের বিলগুলো শীতকালে পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে উঠে৷ হাকালুকি হাওরের কালাপানি, বাইয়াগজুয়া, কৈয়ারকোনা বিলে অতিথি পাখি বেশি দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর বিভিন্ন চরে শীত মৌসুমে আসে নানান অতিথি পাখি। চাঁপাইনবাবগঞ্জের এ সব চরাঞ্চলে বিরল অতিথি পাখিদের দেখা মিলছে সাম্প্রতিক সময়গুলোতে।