ঢাকা বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮, ১ অগ্রাহায়ণ ১৪২৫
Sharp AC

মেয়ে ও অবৈধ সম্পর্কের ব্যাখ্যা দিলেন তসলিমা নাসরিন


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ২৭, ২০১৮, ১২:৩৪ পিএম
মেয়ে ও অবৈধ সম্পর্কের ব্যাখ্যা দিলেন তসলিমা নাসরিন
Sharp AC

নিউজ ডেস্ক: তসলিমা নাসরিনকে ঘিরে নানাবিধ বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে বিরূপ মন্তব্য। এজন্য তিনি বাংলাদেশ থেকে নির্বাসিতও হয়েছেন। আর অন্য একটি হল তার জীবনযাপন।

জীবনে তিন বার বিয়ে করেছেন তিনি। বিয়ের বাইরেও যে তার বিভিন্ন জনের সঙ্গে সম্পর্ক ছিল- সে বিষয়টিও খোলাখুলি জানিয়েও দিয়েছেন।

এবার ভারতের বিজেপি সংসদ সদস্যের সঙ্গে তসলিমা নাসরিনের সম্পর্কের বিষয়টি সামনে চলে আসলো। আর বিষয়টি জানিয়েছেন তাদের মেয়ে দাবিকারী অঙ্কিতা ভট্টাচার্য নামের এক নারী।

এই নিয়ে গতকাল কলকাতার একটি অনলাইন প্রতিবেদন প্রকাশ করলে তা নিয়ে হৈচৈ পড়ে। তবে প্রতিবেদন প্রকাশের পর এমন দাবি সরাসরি অস্বীকার করেছেন তসলিমা। এছাড়া এমন বিষয়ে বিস্তারিত জেনে প্রতিবেদন প্রকাশ করা উচিত ছিলো বলেও মন্তব্য করেন তিনি।

তসলিমা নাসরিনের  ফেসবুক পেজে থেকে নেওয়া 

শুক্রবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে তসলিমা লিখেছেন, অঙ্কিতা ভট্টাচার্য গ্যাং একটা আজগুবি খবর দিয়েছে কোলকাতা টোয়েন্টিফোরকে। কোলকাতা টোয়েন্টিফোরও সে খবর লুফে নিয়েছে প্লাস ওদের সাক্ষাতকারও নিয়েছে। সাক্ষাতকারের ভিডিও-ও খবরের সংগে জুড়ে দিয়েছে। কোলকাতা টোয়েন্টিফোর থেকে কিন্তু কেউই আমার কাছে তথ্যের সত্যতা জানতে চায়নি। মেয়েটা আর সঙ্গের দুটো পুরুষলোক কী উদ্দেশে এমন সব মিথ্যে কথা বলছে, তা সাংবাদিকদের উচিত, বের করা। কোনও পাগল এসে যা তা বল্লো, সাংবাদিকদের কি তা প্রচার করা উচিত যাচাই না করে?

অঙ্কিতার পুরোনো ছবি বলে যেটা চালিয়েছে, সেটা সল্টলেকে রেখাচিত্রমের শিল্পী রেখা চক্রবর্তী, আর তার ছেলে অরুণ চক্রবর্তীর মেয়ের সঙ্গে তোলা। ছবিটা নিশ্চয়ই আমার ফেসবুকের এলবাম থেকে পেয়েছে। ভিডিওটা দেখলাম। তিনটে লোক কোলকাতা টোয়েন্টিফোরকে কী সহজে উল্লু বানিয়ে গেল। নিজেদের আবার দাবি করছে হিউম্যান রাইটস অরগানাইজেশনের লোক বলে। ভয়ঙ্কর কান্ড। সাংবাদিকরা ফ্রড চিনতে পারে না? নাকি মজার খবর হলেই হলো? এতে কারও সম্মান হানি হলে হোক?

ওই প্রতিবেদনে তসলিমা ও জর্জ বেকারের মেয়ে অঙ্কিতা 

এর আগে প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পর ফেসবুকে তসলিমা লেখেন, জর্জ বেকার কে তাই তো চিনি না, তার সাথে ছিল নাকি অবৈধ সম্পর্ক আমার , কোথাকার কোন ছেড়ি দাবি করেছে সে আমার ছেড়ি। কই যাই! পাইছো বটে আমারে। অবৈধ সম্পর্ক, সেক্স, এসবের গন্ধ পাইলেই মাইনষের আমার কথা মনে পড়ে। এখন তো এককাঠি আগাইয়া ছেড়ি মেড়ি দেখলেই তাদেরে আমার ছেড়ি বইলা মনে করতাছে জনগন। আমার সম্পর্কে জানতে হলে আমার আত্মজীবনী পইড়া লইয়েন। আমার কলমই ফাঁস করেছে আমার বেবাক গোপন খবর।

এসময় তিনি তার আত্মজীবনীর লিংক শেয়ার করেন। কিন্তু কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে দেন আলোচিত ও সমালোচিত এই লেখিকা।

গো নিউজ২৪/এমআর

মতামত বিভাগের আরো খবর
মেয়ে ও অবৈধ সম্পর্কের ব্যাখ্যা দিলেন তসলিমা নাসরিন

মেয়ে ও অবৈধ সম্পর্কের ব্যাখ্যা দিলেন তসলিমা নাসরিন

নির্বাচনের আগে পরে

নির্বাচনের আগে পরে

তসলিমা নাসরিন বনাম মাসুদা ভাট্টি

তসলিমা নাসরিন বনাম মাসুদা ভাট্টি

মাসুদা ভাট্টি চরিত্রহীন না হয়, দুনিয়াতে চরিত্রহীন কে?

মাসুদা ভাট্টি চরিত্রহীন না হয়, দুনিয়াতে চরিত্রহীন কে?

একজন ব্যক্তি, একটি পদক্ষেপ, ক্ষমতা বিএনপির!

একজন ব্যক্তি, একটি পদক্ষেপ, ক্ষমতা বিএনপির!

সফল রাজনৈতিক নেতার প্রতিচ্ছবি ড. আব্দুস শহীদ এমপি

সফল রাজনৈতিক নেতার প্রতিচ্ছবি ড. আব্দুস শহীদ এমপি

Best Electronics AC mela