ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

একে একে মুখোশ উন্মোচিত হবে: সোহেল তাজ


গো নিউজ২৪ | তানজিম আহমদ সোহেল তাজ প্রকাশিত: জুন ১১, ২০১৮, ১১:৩৯ এএম
একে একে মুখোশ উন্মোচিত হবে: সোহেল তাজ

আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমদের পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়—ফেসবুক স্ট্যাটাসে এ অভিযোগ তুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ।

রোববার সন্ধ্যার দিকে তানজিম আহমদ সোহেল তাজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।  

সেখানে তিনি লেখেন, ‘দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল তাজউদ্দীনের পরিবার ও বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। এদের প্রভাব দলের ভেতরে ও প্রশাসনের সর্বস্তরে।’

তানজিম আহমদ সোহেল তাজ আরও লেখেন, ‘আমার প্রিয় কাপাসিয়াবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা কাপাসিয়াতে কোনো অপরাজনীতি হতে দেবেন না।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর আজকের এই ফেসবুক পোস্টে ইতিমধ্যে ৯৭৫ টির বেশি মন্তব্য এসেছে। এ ছাড়া তাঁর পোস্টটি শেয়ার হয়েছে ১৪২৭-এর বেশি বার।

সোহেল তাজ দীর্ঘদিন ধরে দেশের বাইরে। মাঝেমধ্যেই তিনি তাঁর ফেসবুকে স্ট্যাটাস দেন। গত ৩১ মে তিনি ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, ‘বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কী করা যায় এবং বিশেষ করে যুবসমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কি না। অনেক চিন্তাভাবনা করে একটি সমাধান পেয়েছি—ঈদের পর জানাব!’ এই স্ট্যাটাসে তাঁর অনেক অনুসারী এবং এলাকাবাসী তাঁকে এলাকায় ফিরে আসার অনুরোধ করেন।

গো নিউজ২৪/এমআর

মতামত বিভাগের আরো খবর
নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ