ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তসলিমা নাসরিনের আপত্তি!


গো নিউজ২৪ | তসলিমা নাসরিন প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৮, ০৮:২৩ এএম
তসলিমা নাসরিনের আপত্তি!

তসলিমা নাসরিনকে ইদানিং অনেকেই ফেসবুকে তনা বলে সম্বোধন করতে শুরু করেছেন। এটাকে তিনি মোটেও পছন্দ করছেন না। এ নিয়ে তসলিমা মঙ্গলবার মধ্যরাতে স্যোশাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

এতে তিনি লেখেন, বাংলাদেশের বেশ কিছু লোক ফেসবুকে আমাকে 'তনা' নামে সম্বোধন করে। আমার নাম তনা নয়। কোনোদিন ছিল না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাকে তনা নামে কোনোদিন ডাকেনি। আত্মীয়রা নাসরিন ডাকে, বাকিরা তসলিমা ডাকে।

এই তনা নামটি আমার নামের দুটো আদ্যক্ষর যোগ করে বানানো হয়েছে। যে-ই বানাক, কিন্তু এত মানুষের এটি লুফে নেওয়া, আমার মনে হয় না, যে, খুব সঠিক সিদ্ধান্ত। এমন নয় যে আমার নাম দক্ষিণ ভারতীয় লোকদের নামের মতো লম্বা এবং উচ্চারণ করা কঠিন।

তিনি আরও বলেন, পি টি উষার নাম পিলাভুল্লাকান্ডি থেক্কাপারামবিল উষা। তসলিমা কি পিলাভুল্লাকান্ডির মতো উচ্চারণ করা কঠিন? এম জি আরের পুরো নাম কী ছিল? মারুথুর গোপালামেনন রামচন্দ্রন। ওরকম নামের জন্য হয়তো দরকার আদ্যাক্ষর উচ্চারণ করা।

তসলিমা নাসরিন আরও বলেন, আমার সাদাসিধে নামের জন্য নয়। কেউ তনা ডাকলে আমি চমকে উঠি। অচেনা একটি শব্দ বৈ এ কিছু নয়। তনা ডাকা, আর হেই,হোই, ইয়ো ডাকা আমার কাছে সমান। আলসেমির একটা সীমা থাকা দরকার। আমার চার অক্ষরের নামকে কেটে দু'অক্ষরের নাম বানিয়েছে যারা, তাদের বলছি।

গো নিউজ২৪/এমআর

মতামত বিভাগের আরো খবর
নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ