ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একটি ধামাকা ক্রিকেট মুভির ক্লাইমেক্স


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ১০:০৩ এএম
একটি ধামাকা ক্রিকেট মুভির ক্লাইমেক্স

১২০ বলে দরকার ২১৫
বল আর রান ব্যবধান ৯৫
১ ওভারে দরকার ১০.৭৫ রান।
কাজটা সফল করতে ২০ বার করে ভাবতে হবে!
ধামাকা শুরু:
প্রথম ওভার-   ১০/০ রান।  মুভিটার শুভ সূচনা হলো । নায়ক তামিম একটি চার মারলেন।

২য় ওভার- এবার নায়কের ভূমিকায় লিটন প্রথম তিন বল ডট দিলেও পরের ৩
বলে একটি ডট একটি করে ৪ আর ৬ মারেন। এই ওভারেও
আসে দশ রান। দুই ওভার শেষে রান ২০/০ রানরেট ১০। 

৩য় ওভার- এই ওভারের প্রথম বলে তামিম একটি ছক্কা আর শেষ বলে লিটন আরো একটি ছক্কা মারে। 
রান আসে ১৪ দলের রান ৩ ওভার শেষে ৩৪/০ খেলা জমে উঠার অভাস পাইলাম।

৪র্থ ওভার:  এই ওভার শুরু তামিমের চার দিয়ে, এবং শেষ লিটনের বিশাল ছক্কা দিয়ে। সব মিলে এই ওভারে ১৫ রান। দলের রান ৪৯/০ রান রেট ১২+ পাওয়ার প্লেতে সম্পূর্ন পাওয়ার দিচ্ছে বাংলাদেশ।

৫ম ওভার-  লিটনের ছক্কা ধামাকা অব্যাহত । টানা ৪ অভারে ৪টা ছক্কা মারল লিটন দাস। এই ওভারে রান আসল ১৬ দলের রান ৫ ওভারে ৬৫/০।লিটন অগ্নিরূপ ধারণ করেছে! 

৬ষ্ঠ ওভার- এটা পাওয়ার প্লের শেষ ওভার। এই ওভারেও শুরু করল লিটন ছক্কা দিয়ে।  লিটন ১৮ বলে ৪৩।লঙ্কান বোলারদের তছনছ করে ফেলছে। ১৯তম বলে লিটন লেগবি ফরের ফাঁদে। আউট! ৬ ওভারে ৭৪/১

রাজ্য জয়ের পর নায়কের উল্লাস

৭ম ওভার- লিটন ঝড় থামলেও রান থামতে দেয়নি তামিম। ২ টি চারসহ এই ওভারে আসলো ১০ রান। ৭ ওভারেই  ৮৪ রান। আরও দরকার ১৩ ওভারে ১৩১ রান।

৮ম ওভার- এই একটি ওভারে ঝড় উঠে নাই। 4 সিংগেল আর এক ওয়াইডে মাত্র 5 রান আসলো। আট ওভারে ৮৯/১

নবম ওভার- এই ওভারে আবার আগের রূপে দশ রান আসলো। ৯ ওভারে রান  ৯৯/১ রান রেট ১১। আর দরকার ১১ ওভারে ১১৬ রান।এত ঝড়ের পর ও আরো ঝড় দরকার!

দশম ওভার-  এটি বাংলাদেশে সবচেয়ে বাজে ওভার। মাত্র ৪ রানে আসলো সাথে তামিম আউট। ১০ ওভারে রান ১০৩/২ মুভি অর্ধেক শেষ।
শেষ দশ ওভারে ১১২ লাগে।

১১ তম ওভার-  মুভির আসল নায়ক এতক্ষণে মাঠে আসলো! ১১ তম ওভারে আসলো ১২ রান। দলের রান ১১৫/২
৯ওভারে লাগবে ঠিক ১০০ রান।

১২ওভার- মুশফিকের একটি করে চার ও ছক্কায় এই ওভারেও ১২ রান আসল।১২ ওভারে ১২৭/২

১৩ ওভার-  ১২‘র নামতা চলছেই। মুশির ছক্কা ও সৌম্যর চার মিলে এই ওভারেও ১২ আসল।১৩ ওভারে
১৩৯/২ রান।

১৪ ওভার-  সৌম্য সরকার এতক্ষণ নিরব থাকলেও এই ওভারেই মারেন একটি সিক্স এবং বাকি বলগুলো তে  সিঙ্গেল আসায় এই ওভারেও
রান আসল ১১ রান। মাত্র ১৪ ওভারে ১৫০/২
শ্রীলংকা ১৫ ওভারে ১৫০ করছিলো।

আর ৬ ওভারে দরকার ৬৫ নায়ক সাইড নায়ক মুশি+সৌম্য জুটি ২৭ বলে ফিফটি ছুয়ে ফেললো।

১৫ ওভার- এই ওভারে ২য় বলে সাইড নায়কের মৃত্যু ঘটলো। সৌম্য গন। মাঠে আসলেন আরেক সাইলেন্ট কিলার রিয়াদ। যদিও তিনি ছবির পরিচালক!(ক্যাপটেন) মাত্র ৭ রান আসলো। শেষ ৫ ওভারে ক্লাইমেক্স শুরু। দরকার ৫৮ রান। প্রথম ৬ ওভারে তুললাম ৭৪/১ রান। ৬ থেকে ১৫ ওভারে তুললাম 83 রান। মুভি জমে টানটান উত্তেজনা। এবার শেষ ধামাকার শুরু।

১৬তম ওভার- আক্রমনে থিসারা পেরেরা।  এই ওভারে প্রথম ৫ বলে বল একবার ও মাঠের বাইরে যায় নি।
 ৩টা ডাবলসে ৩×২=৬ রান মাত্র। তবে আসল নাটক জমা ছিলো ওভারের শেষ বলে। রিয়াদ বিগ হাই বলটা সোজা সীমানর বাইরে ফেললো ছক্কা ও নো বল এবং ফ্রি হিট। ফ্রি হিটে ফোর। এক বলে আসলো ১১ রান। ১৬তম ওভারে ১৭ রান আসলো। ৪ ওভারে ৪০ রান দরকার।

১৭তম ওভার- এক ছক্কাসহ আসল এই ওভারে ১৩ রান। মুশফিক ততক্ষণে লংকানদের অবস্থা তছনছ করে চলছে। ৩ ওভারে ২৭ দরকার।

১৮তম ওভার- ১ম বলে চার মেরে নায়ক মুশফিকের ২৪ বলে ফিফটি । এরপর ওভারের ৩য় বলে আবার সাইড নায়কের মৃত্যু। রিয়াদ আউট।  ম্যাচ জমে ক্ষীর সমানে সমান লড়াই। এই ওভারে শেষ ৩ বলে মাত্র ৩ রান। ২ ওভারে দরকার ১৯ রান। চরম নাটকীয়তা।

১৯তম ওভার- ১ম বলে মুশফিকের নিলো ১ রান। পরের বলেই ভিলেন ভূমিকায় সাব্বির রান আউট। নায়ক একাই এগারো জনের সাথে লড়ে যাচ্ছে! বন্দুক হাতে(পড়ুন ব্যাট হাতে) নায়কের পাশে আসলেন মিরাজ। সহজ সমীকরণ হয়ে গেলো ৮ বলে ১৬ রান। ১৯তম ওভারের শেষ দুই বলে কিছু একটা না করলে শেষ ওভারে মহা বিপদ অপেক্ষা করছে!১৯ তম ওভারের ৫ম বলে মুশফিকের বিশাল ছক্কা। এক বল ব্যবধানে সমীকরণ ৮ বলে ১৬ থেকে ৭ বলে ১০‘এ নেমে আসলো। পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক নিজের কাছেই রাখলেন মহানায়ক মুশফিক।

২০তম ওভার: ৬ বলে দরকার ৯ রান প্রথম বলে মুশফিক নিলেন ২ এবং ২য় বলে একসিলেন্ট ফোর। ৪ বলে ৩ রান দরকার। উত্তেজনায় কাঁপছে দেশ। এবার একটি সিংগেল। কিন্তু চরম উত্তেজনায় মিস ফিল্ডিংএর সুযোগে ডাবলস। তিন বলে লাগে এক রান! ঠান্ডা মাথায় মুশফিক বল টা ঠেলা দিয়েই ভো দৌড়!  এবং ধম ছেড়ে বেঁচে গেলাম সবাই নায়ক তখন ৩৫ বলে ৭২* কি সুন্দর সমাপ্তি।

নায়কের নাগিন ডান্স

এরপর আমরা সবাই সুখ শান্তিতে বসবাস করিতে লাগিলাম। 
গেনিউজ২৪/টিআই

মতামত বিভাগের আরো খবর
নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ