ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্লাইটে পর্নো দেখা এবং...


গো নিউজ২৪ | আশা নাজনীন প্রকাশিত: মার্চ ৭, ২০১৮, ০২:২৭ পিএম আপডেট: মার্চ ৭, ২০১৮, ০৮:২৭ এএম
ফ্লাইটে পর্নো দেখা এবং...

এক বাংলাদেশি আকাশপথে পর্নো দেখা সেরা ভোক্তা হয়ে উঠেছেন। তবে তিনি পর্নো দেখতে দেখতে নিজেই নেকেড হয়ে বাথরুমে (হা) (গা) (মু) (তা) যা করার কথা, তা প্লেনের সিটে বসেই পর্নো দেখতে দেখতে করেছেন।

তার ছবি এখন সর্বত্র, কি সোশ্যাল মিডিয়া কি বিভিন্ন খবরের কাগজে, এমনকি টিভিতেও নাকি এসেছে। একজন বাংলাদেশি হিসেবে আমি মোটেও এতে লজ্জাবোধ করি নাই। বরং হন্য হয়ে তাদের খুঁজতেছি।

সেই তারা যারা বলবেন, ইয়া আল্লাহ্‌, এই লোকরে তো চিনি খুব-ই ভালো লোক, ভদ্রলোক, উনার তো এমনটা করার কথাই না! আগ বাড়িয়ে দুই একজন এমনও বলে বসবেন, উনার পাশের সিটে কি কোন মেয়ে বসেছিল? ওই মেয়ের পরনে কী ছিল?

আর অন্তত একজন হলেও বলবেন, নিশ্চয় কোন মেয়ের প্ররোচণায় উনি উত্তেজিত হয়ে গেছিলো, খুবই ভালো মানুষ উনি। আমি তাদেরও বসে বসে দেখতেছি, যারা নিজেরা আপত্তিকর বার্তা মেয়েদের ইনবক্সে পাঠায়, তারা আবার এই লোকরে নিয়ে ছিঃ ছিঃ করে নিজে ভালো মানুষটি সাজতেছে।

এই লোকের সঙ্গে একটা বড় সংখ্যক বাঙ্গালি পুরুষের অনেক মিল আছে। পার্থক্য একটাই, এই লোক করছে ফ্লাইটে, আর বাঙ্গালি পুরুষ করে ইনবক্সে, বাসে, টেম্পুতে, ভিড়ের মধ্যে, কিংবা নির্জন রাস্তায় কিংবা যেইখানে যেই মুহূর্তে সুযোগ মেলে। যেমন বিয়ে বাড়ি, কুলখানি এইসবও বাদ যায় না। চোখের সামনে নারী পড়লেই হইল, কোন পর্নো-টর্নেরও দরকার পড়ে না।

লেখক: প্রবাসী সাংবাদিক

লেখাটি ফেসবুক থেকে নেয়া

মতামত বিভাগের আরো খবর
নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

নারীরা,মনের দাসত্ব থেকে আপনারা কবে বের হবেন?

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও আমাদের শিক্ষা ব্যবস্থা

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

সুচন্দার কষ্টে আমরাও সমব্যথী

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

প্রিন্টমিডিয়ার অন্তর-বাহির সংকট

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো দরকার যেসব কারণে

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ