ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডনে দূতাবাসে হামলা : তারেকের সংশ্লিষ্টতা খুঁজছে আ.লীগ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৮, ০৯:৫৪ পিএম
লন্ডনে দূতাবাসে হামলা : তারেকের সংশ্লিষ্টতা খুঁজছে আ.লীগ

ঢাকা : দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাজা হওয়ার দিন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা ঘটে।

ঘটনায় পর বিষয়টিকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। 

রায়ের দিন (৮ ফেব্রুয়ারি) গো নিউজ২৪.কম-এ একটি সংবাদ প্রকাশিত হয়। যার শিরোনাম ছিলো “দূতাবাসে হামলা : লন্ডনে গ্রেফতার হতে পারেন তারেক”।

এর পরে বিষয়টিকে বেশ গুরুত্ব দেয় সরকার। ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে সরকার। সরকার মনে করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনার সাথে জড়িত।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আলাপকালে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলেও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তিনি। 

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত হামলার সঙ্গে তারকের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে বিষয়টি কাজে লাগাবে আওয়ামী লীগ। এই ইস্যুটি কাজে লাগিয়ে যুক্তরাজ্যে তারেক রহমানের রাজনৈতিক আশ্রয় বাতিলসহ বিচারের মুখোমুখি করার চিন্তা চলছে আওয়ামী লীগে। এরই অংশ হিসেবে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের উচ্চ মহল থেকে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় যাদের যুক্তরাজ্য পুলিশ গ্রেফতার করেছে, তাদের জিজ্ঞাসাবাদকালে তারেক রহমানের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে। 

বিষয়টিকে ইস্যু করে তারেক রহমানকে কিভাবে বিচারের মুখোমুখি করা যায়, সেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সরকারের সংশ্লিষ্টরা কাজ করছেন। তবে এর আগে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কোন দেশের আইনে তারেক রহমানকে বিচারের মুখোমুখি করলে বেশি ফল পাওয়া যাবে, বিষয়টি খতিয়ে দেখছে সরকার।

সরকার চাইছে যুক্তরাজ্যে বাংলাদেশি হাই কমিশনে হামলার অভিযোগে সেই দেশের পুলিশ তারেক রহমানকে গ্রেফতার করুক। এ প্রয়োজনীয় পদক্ষেপও নেবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।  

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের দিন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ তিনি বলেন, ‘শুনেছি ওই ঘটনায় যারা আটক হয়েছে, তারা জিজ্ঞাসাবাদের সময় মূল পরিকল্পনাকারীর নাম বলেছে। আশা করি, যুক্তরাজ্য সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন