ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
চসিক নির্বাচন

জাতীয় পরিচয়পত্রসহ চলাচলের নির্দেশ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৬:৪৬ পিএম আপডেট: জানুয়ারি ২৬, ২০২১, ১২:৪৬ পিএম
জাতীয় পরিচয়পত্রসহ চলাচলের নির্দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১৭টি কেন্দ্রকে বিশেষ ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়েছে পুলিশ। ওইসব কেন্দ্রে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এছাড়া নির্বাচনের দিন নগরীতে চলাচলের সময় জাতীয় পরিচয়পত্র নিয়ে সবাইকে বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সিএমপি পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেছেন, ‘৪১৭টি কেন্দ্রকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এসব কেন্দ্রগুলোতে আমরা কমপক্ষে ছয় জন করে পুলিশ মোতায়েন করছি। ক্ষেত্র বিশেষে আমরা এসব কেন্দ্রে আরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করবো। এর পাশাপাশি ওইসব কেন্দ্রে আনসার সদস্যরা থাকবেন। আমাদের মোবাইল টিম, স্ট্রাইকিং টিম থাকবে। তারা সার্বক্ষণিক ওইসব কেন্দ্র মনিটরিং করবে।’

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে যেসব ঝুঁকি আমরা অনুমান করেছি সেগুলো মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আপনারা জানেন, নির্বাচনের আগের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনি এলাকায় সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়। নির্বাচনে যারাই জয়ী হোক, তাদের আমরা কঠোর বার্তা দিতে চাই। কোনও ধরনের তথাকথিত বিজয় মিছিল অথবা বিরোধীপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা করলে আমরা তাদের কঠোর হাতে নিয়ন্ত্রণ করবো। তারা কোন দলের আমরা সেই দিকে দেখবো না, যে-ই আইনশৃঙ্খলার জন্য হুমকি হবেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

যেকোনও মূল্যে বহিরাগতদের ঠেকানো হবে জানিয়ে সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতরা নগরীতে অবস্থান করছে– বিভিন্ন পত্রপত্রিকায় এমন তথ্য উঠে এসেছে। বহিরাগতদের ঠেকাতে দুই সপ্তাহ আগে থেকে আমরা নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছি। আমরা ভোটারদের অনুরোধ করছি, তারা যেন আগামীকাল ভোটের দিন জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। যারা জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন তাদের জন্য আগামীকাল ভোট অনেক আনন্দদায়ক হবে। আর যারা পরিচয়পত্র নিয়ে আসবেন না, তাদের ও বহিরাগতদের জন্য আমাদের দ্বার বন্ধ। শুধু ভোটার নয়, যারা নগরীতে অফিস আদালত করবেন তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, আপনারা নির্বাচনের দিন জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন।’

পুলিশ কমিশনার বলেন, ‘আমরা বহিরাগত ঠেকাতে চাই। আপনারা জানেন কারা পেশিশক্তি প্রয়োগ করতে চায়। নিশ্চয় কোনও বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তি এটি করেন না। তাই তাদের ক্ষেত্রে এই কঠোরতা শিথিল থাকবে। বহিরাগতদের আমরা একটি বার্তা দিতে চাই, এখানে এসে আইনশৃঙ্খলা পরিপন্থি কিছু করলে আমরা কোনওভাবে ছাড় দেব না।’

বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে পুলিশ হয়রানি করছে এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নামে আগে কোনও মামলা ছিল। ওয়ারেন্ট ছিল, সেই কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে। আমাদের একটি সিএমএস তালিকা আছে, সেটি যাছাই বাছাই করার জন্য আমাদের পুলিশ সদস্যরা বিএনপির কারও কারও বাসায় যেতে পারেন। কিন্তু এটা বলা যাবে না, পুলিশ তাদের বাসায় গিয়ে ধরে এনে গায়েবি মামলা দিচ্ছে। এ ধরনের কোনও কর্মকাণ্ড আমাদের এখানে হয়নি।’

তিনি আরও বলেন, ‘দুই পক্ষের প্রতি আমরা সমান আচরণ করছি। যে কারণে চসিক নির্বাচনে গত কয়েক দিনে কোনও সংঘাতের ঘটনা ঘটেনি, সাধারণত স্থানীয় নির্বাচনগুলোতে যে ধরনের সংঘাতের আশঙ্কা করি তেমন। শুধুমাত্র ২৮ নম্বর ওয়ার্ডে একটি ঘটনা ছাড়া এখন পর্যন্ত আর কোনও বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি। কারণ আমরা সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার জন্য আইন সমানভাবে প্রয়োগ করেছি।’

বিএনপির অভিযোগ, কিছু অতি উৎসাহী পুলিশ সদস্য তাদের নেতাকর্মীদের নাজেহাল করছে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ এসেছে। সেই সব অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন একজন অফিসার ইনচার্জকে (ওসি) অপসারণ করেছে। আমরা সব প্রার্থীকে সমান চোখে দেখছি। যার প্রমাণ আপনারা ইতোমধ্যে পেয়েছেন।’

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়