ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

রাতেই ঢাকা ছেড়েছে লাখো মানুষ


গো নিউজ২৪ | ডেস্ক নিউজ প্রকাশিত: জুলাই ১, ২০১৬, ০৪:৫৫ এএম
রাতেই ঢাকা ছেড়েছে লাখো মানুষ

ঈদের আনন্দ পরিবারের সকলের সাথে ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। আজ শুক্রবার সরকারি ছুটি হওয়ায় গত রাতেই কয়েক লাখো মানুষ রওনা হয়েছেন বাড়ি ফেরার উদ্দেশে। এদের মধ্যে অন্তত ৩ লাখ মানুষ সদরঘাট লঞ্চটার্মিনাল দিয়ে এবং অন্যরা গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল দিয়ে ঢাকা ছেড়েছেন।  

 

বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ সরকারি কার্যদিবস। ঈদের আগে ও পরে সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটি টানা ৯ দিন। বৃহস্পতিবার রাত থেকেই ব্যস্ত নগরী ঢাকা ছাড়তে শুরু করেছে লাখো মানুষ। প্রাণের শহর ঢাকাকে ফাঁকা করে বাস-লঞ্চ-ট্রেনে ছুটছে সবাই।

 

এদিকে যানজট ছাড়া নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষগুলোর যাত্রা নির্বিঘ্ন করতে সার্বিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গাবতলী-আবদুল্লাহপুর-বাবুবাজার ব্রিজসহ রাজধানীর প্রবেশমুখগুলো যেকোনো মূ্ল্যে যানজটমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

 

গত এক সপ্তাহ রাজধানী বাস টার্মিনাল ও রেলস্টেশন ঘুরে দেখা গেছে, অগ্রিম টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। তবে যারা এই ভিড় এড়িয়ে একটু শান্তি যাত্রা নিশ্চিত করতে চান তারা ইতিমধ্যেই নগরী ছেড়েছেন।

 

নৌ পরিবহন পরিদর্শক হুমায়ুন কবির জানান, অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের চাপ রয়েছে। তবে গার্মেন্ট শ্রমিকদের ছুটি হলে চাপ বাড়বে বলে জানান তিনি।

 

নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘ঘাট এলাকায় প্রচুর পুলিশ-র‌্যাব মোতায়েন রয়েছে। পকেটমার, ছিনতাইকারী ও মলম পার্টির হাতে কেউ যাতে আক্রান্ত না হন সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।’

 

মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় ডিউটিরত সার্জেট আরিফুর রহমান বলেন, ‘সারাদিন স্বাভাবিক যাত্রীদের চাপ ছিল। সন্ধ্যার পর থেকে ক্রমাগত বাড়তে শুরু হয়েছে।’

 

এদিকে টাকা একটু বেশি লাগলেও চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, সৈয়দপুর, ইশ্বরদী, সিলেট কক্সবাজারসহ যেসব জেলায় বিমানবন্দর রয়েছে, সেসব জেলায় প্রচুর লোক আকাশপথে ঢাকা ছাড়বেন।

 

গো নিউজ২৪/জা আ 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়