ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিরপুরের ডিসি, পল্লবীর এডিসি-এসি-ওসি বদলি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২০, ০৮:২৩ এএম
মিরপুরের ডিসি, পল্লবীর এডিসি-এসি-ওসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একযোগে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) এবং একই বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। একসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শককে (অপারেশনস)।

শনিবার (৮ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়।

গত ২৯ জুলাই ভোরে পল্লবী থানার পরিদর্শকের কক্ষে বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ ৫ জন আহত হওয়ার ঘটনার পর মিরপুর বিভাগের পুলিশের একযোগে পরিবর্তন আনা হলো।

আদেশে ডিএমপির প্রটেকশন বিভাগের ডিসি আ. স. ম মাহাতাব উদ্দিনকে মিরপুর বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়। আর মিরপুরের ডিসি মো. মোস্তাক আহমেদকে বদলি করা হয় প্রটেকশন বিভাগে।

একই আদেশে অপারেশনস বিভাগের এডিসি মো. আরিফুল ইসলামকে পল্লবী জোনের এডিসি এবং পল্লবীর এডিসি মো. মিজানুর রহমানকে অপারেশনস বিভাগের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, পল্লবী জোনের এসি মো. ফিরোজ কাউছারকে ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় পল্লবী জোনের এসি হিসেবে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগের এসি মো. শাহ কামালকে বদলি করা হয়েছে। অপর এক আদেশে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে এবং সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল মাবুদকে গোয়েন্দা লালবাগ বিভাগে এবং পরিদর্শক (অপারেশনস) মোহাম্মদ এমরানুল ইসলামকে গোয়েন্দা ওয়ারি বিভাগে বদলি করা হয়েছে।

এদিকে, পরিদর্শক আবু সাঈদ আল মামুনকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এবং সিটিটিসির পরিদর্শক মো. ইয়ামিন কবিরকে পল্লবী থানার পরিদর্শক (অপারেশনস) হিসেবে বদলি করা হয়।

৯ আগস্টের মধ্যে পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হয়। ২৯ জুলাই ভোরে পল্লবী থানার পরিদর্শকের কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পল্লবী থানার পরিদর্শক (অপারেশনস) এমরান, এসআই সজীব, পিএসআই অঙ্কুশ, পিএসআই রুমি ও সাধারণ নাগরিক রিয়াজ আহত হন।

সে সময় পুলিশ জানায়, দুইটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো একটি ভারী বস্তুসহ তিনজন আসামিকে গ্রেফতার করে থানায় আনা হয়। ভোরে পরিদর্শকের কক্ষে ডিজিটাল ওয়েট মেশিনের মতো দেখতে ভারী বস্তুটি তল্লাশি করতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষনিকভাবে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করে দেয় পুলিশ।

গোনিউজ২৪/এন

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়