ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ-য-ব-র-ল লকডাউনে রাজধানীর ওয়ারী


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ০৯:২২ এএম
হ-য-ব-র-ল লকডাউনে রাজধানীর ওয়ারী

গত শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ২১ দিনের লকডাউন মানতে চাইছেন না ওয়ারীর বাসিন্দারা। অনেকেই ফাঁক-ফোকর গলে বাইরে বেরিয়ে পড়ছেন। কেউ প্রভাব খাটিয়ে বেরোচ্ছেন; আবার স্বেচ্ছাসেবীরাই অনেককে বের হওয়ার সুযোগ করে দিচ্ছেন। কারও কারও নাম খাতায় লিখে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

আবার কাউকে বের হতে না দেওয়ায় পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। ফলে পূর্ব রাজাবাজারকে যতটা শক্তভাবে লকডাউনের আওতায় আনা হয়েছিল, ওয়ারীতে সেটি হচ্ছে না। কার্যত ঢিলেঢালা ও অব্যবস্থাপনার লকডাউনে পরিণত হয়েছে ওয়ারী।

গতকাল রোববার লকডাউনের দ্বিতীয় দিনেও দেখা গেছে, নানা অজুহাতে মানুষ খোলা থাকা দুটি প্রবেশপথ দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। বাধা দেওয়ায় পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে তর্কবিতর্ক হচ্ছে বাসিন্দাদের। বাকি ১৫টি প্রবেশপথ বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। অবশ্য বাঁশের বেড়ার ফাঁক গলিয়ে বাসিন্দারা আসা-যাওয়া করছেন।

বাসিন্দাদের অনেকেই বলছেন, লকডাউনে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নবাবপুর, গুলিস্তান, রাজধানী সুপার মার্কেটসহ বিভিন্ন এলাকায়। টানা ২১ দিন ঘরবন্দি থাকলে মোটা লোকসান গুনতে হবে। তারা সকালে বের হয়ে রাতে ঢোকার দাবি জানিয়েছেন।

ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর আসাদ জানান, তারা যথাসাধ্য চেষ্টা করছেন বোঝাতে। কিন্তু অনেকেই মানতে চাইছেন না। তবে এলাকাবাসীর সঙ্গে কোনো খারাপ আচরণও করছেন না।

দেখা যায়, সকালেই খোলা থাকা দুটি গেটে অফিসমুখী মানুষের ভিড়। যারা বিভিন্ন ব্যাংকে চাকরি করেন, তাদের নাম খাতায় লিখে বের হতে দেওয়া হচ্ছে। এমনকি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদেরও পরিচয়পত্র দেখে বের হতে দেওয়া হচ্ছে।

এ ছাড়া কিছু সরকারি বড় কর্মকর্তাও বিনা বাধায় বের হচ্ছেন। স্বেচ্ছাসেবীরা জানান, তাদের কিছু বললেই উল্টো হুমকি-ধমকি দেয়। এলাকাবাসী যদি সহযোগিতা না করে এভাবে বেরিয়ে যায়, তাহলে এমন লকডাউনের দরকার কী ছিল?

একাধিক স্বেচ্ছাসেবী জানান, বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা খুবই বিরক্ত করছেন। অথচ প্রধানমন্ত্রীর কথামতো ২১ দিনের লকডাউনে এই এলাকা থেকে কেউ বের বা ঢুকতে পারবেন না। কিন্তু এলাকাবাসী কো-অপারেট করছেন না। কেউ কেউ হুমকিও দিচ্ছেন। বলছেন তার চাকরিতে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বিশৃঙ্খলার বিষয়টি তারা দেখছেন। কিন্তু কে ঢুকবেন কে বেরোবেন- সেটি দেখছেন স্বেচ্ছাসেবীরা।

এসব বিষয়ে স্থানীয় কাউন্সিলর সারোয়ার হাসান আলো বলেন, এসব বিষয় তিনি কঠোর নজরদারিতে আনার চেষ্টা করছেন।

এদিকে লকডাউন এলাকার বাসিন্দাদের জন্য গতকাল ছয়টি সবজির ভ্যানকে প্রবেশ করতে দেওয়া হয়। সবজি বিক্রেতারা জানান, তারা পাঁচশ' টাকা হাজিরায় সবজি বিক্রি করছেন। কাউন্সিলরের একজন ঘনিষ্ঠজনের মাধ্যমে কাপ্তানবাজারের হান্নান এই সবজি বিক্রির চুক্তি করেছেন।

হান্নান ছয়জনকে প্রতিদিন প্রত্যেককে পাঁচশ' টাকা হাজিরায় ভ্যানে সবজি বিক্রি করাচ্ছেন। একজন সবজি বিক্রেতা বলেন, 'লাভ-লোকসান হান্নান মহাজনের। আমি পাঁচশ' টাকা হাজিরা এবং ভ্যান ভাড়া পাচ্ছি একশ' টাকা। তরিতরকারির দাম বেশি নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। অবশ্য ক্রেতারা পণ্যের মূল্য নিয়ে কোনো অভিযোগ তোলেননি।

গোনিউজ২৪/এন

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়