ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাপিয়ার জ্বর, রিমান্ডের মাঝে কারাগারে ফেরত


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: এপ্রিল ১, ২০২০, ০৭:২৬ পিএম
পাপিয়ার জ্বর, রিমান্ডের মাঝে কারাগারে ফেরত

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়ার শরীরে জ্বর থাকায় তাকে জিজ্ঞাসাবাদ না করে আপাতত কারাগারে ফেরত পাঠিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। রিমান্ডের দ্বিতীয় দফায় জ্বরে আক্রান্ত হওয়ায় মাঝপথেই তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

বিয়ষটি নিশ্চিত করে র‌্যাব-১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফি উল্লাহ বুলবুল সাংবাদিকদের বলেন, ‘রিমান্ডের তৃতীয় দিন থেকেই তার জ্বর ছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেটা পরীক্ষাও করা হয়েছে। পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে। আমরা এরপরই তাকে কারাগারে ফেরত পাঠিয়েছি। পরিস্থিতি ভালো হলে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

পাপিয়াকে র‌্যাব জিজ্ঞাসাবাদ বাতিল করার পর তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কয়েকদিন আগে র‌্যাবের পক্ষ থেকে পাপিয়াকে কারাগারে পাঠানোর আবেদন করা করা হয়। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। গত ২০ মার্চ পাপিয়াকে আদালত থেকে কারাগারে পাঠানোর আদেশ আসে। পরে তাকে কাশিমপুরের কারাগারে পাঠানো হয় বলে জানান ঢাকার মুখ্য মহানগর আদালতের সংশ্লিষ্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান।

এর আগে গত ১১ মার্চ দ্বিতীয় দফায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে (মতি সুমন) তিন মামলায় পাঁচ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় র‌্যাব। তার আগে প্রথম দফায় দুইজনকে ১৫ দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়