ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালিবাগের বাসায় যুবকের লাশ, করোনা সন্দেহে ধরছে না কেউ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৮:২৭ পিএম
মালিবাগের বাসায় যুবকের লাশ, করোনা সন্দেহে ধরছে না কেউ

রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার একটি বাসায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। কিন্তু করোনাভাইরাসে আক্তান্ত সন্দেহে কেউই লাশের কাছে যাচ্ছেন না। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে মালিবাগের ৩৮-বি চৌধুরী পাড়ার বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানায়, নিহতের নাম রাজু (৩৫)। তিনি ওই বাসায় ব্যাচেলর রুমে থাকতেন।

বিশু বিশ্বাস নামের এক স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের বলেন, 'মালিবাগ ডেন্টাল কলেজের সামনের ওই বাসায় একজন মারা গেছে। এলাকাবাসীর ধারণা, তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই তার লাশ কেউ ধরছে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।’

বিশু বিশ্বাস আরও বলেন, 'নিহত ব্যক্তি ব্যবসা করতেন। ব্যাচেলর রুমে তিনি ছাড়াও তার এক রুমমেট ছিল। সে গ্রামে চলে গেছে। এরপর রুমে রাজু একাই ছিলেন। আজ সকাল থেকে তিনি দরজা না খোলায় বিকেলে দরজা ভেঙে তার লাশ দেখা যায়।’ 

মৃত রাজুর ভাগনে ইমন বলেন, 'মামা এখানে ব্যাচেলর থাকত। কাল কাজ করে বাসায় এসে মামানিকে ফোন করে বলেছে, পেটে ব্যথা, বমি আসতেছে। পরে মামানি বলল ঘুমানোর জন্য। আজকে সকাল থেকেই মামার মোবাইল নম্বরে কল দেওয়ার পর কল রিসিভ না করার আমরা বাসায় এসে দরজা ভেঙে লাশ দেখতে পাই।'

এই বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কুদ্দুস ফকির বলেন, ‘মালিবাগের বাসা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা অনেকে বলছেন, করোনার মৃত্যু। কিন্তু প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছে। তার পরিবারে সদস্যদের খবর দেওয়া হয়েছে।’

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়