ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অর্ধেকের বেশি দৃশ্যমান পদ্মা সেতু


গো নিউজ২৪ | নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৩:৩৯ পিএম আপডেট: জানুয়ারি ১৪, ২০২০, ০৩:৪৩ পিএম
অর্ধেকের বেশি দৃশ্যমান পদ্মা সেতু

পদ্মা সেতুতে বসল ২১তম স্প্যান। এর ফলে ৩ দশমিক ১৫০ কিলোমিটার (অর্ধেকের বেশি) দৃশ্যমান হলো সেতুটির। মঙ্গলবার দুপুর ২টায় এই স্প্যানটি পদ্মা সেতুতে বসানো হয়। সেতুটির ৩২ ও ৩৩তম পিলারে এ স্প্যানটি বসানো হয়।

পদ্মার বুকে পিলারগুলো সম্পূর্ণ প্রস্তুত থাকায় সংশ্লিষ্টদের ঘোষণা ছিল গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে ৩টি স্প্যান বসানো হবে। পরে নভেম্বরের ১১ তারিখ ও ডিসেম্বরের ১৮ তারিখে বসানো হয়েছিল দুটি স্প্যান। তৃতীয় স্প্যানটি কবে বসানো হবে, তা নিয়ে ছিল অপেক্ষা সে সময়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘২১তম স্প্যানটি ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ‘‘তিয়ান-ই’’ নামের ভাসমান ক্রেনে করে প্রতিটি স্প্যানের  মতই মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে আসা হয়। আজ সকাল সাড়ে ৯টায় এটি বহন করে নিয়ে এসে বেলা ১১টার দিকে ৩২-৩৩ নম্বর পিলারে কাছে রাখা হয়।  প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর স্প্যানটি দুপুর আড়াইটার দিকে পিলারের ওপর বসানো হয়।’

প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার যার ওজন ৩ হাজার ১৪০ টন। মোট ৪১টি স্প্যানের মধ্যে ২১টি বসানোর মধ্য দিয়ে প্রায় অর্ধেকেরও বেশি পরিমাণ সেতু দৃশ্যমান হলো। 

প্রাথমিকভাবে গত ২৯ ডিসেম্বর আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা করা হলেও হঠাৎ শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে নদীতে নৌযান চলাচল ব্যাহত হয়। ফলে সেই শিডিউল পিছিয়ে যায়, সাময়িক ব্যাহত হয় স্প্যান বসানোর কাজ। এবার কুয়াশাকে হিসাবের মধ্যে রেখেই নতুন পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৬টির নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। বাকি পিলারগুলোর কাজও শেষের দিকে বলেও জানান তারা।

উল্লেখ্য,  পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতুটি দৈর্ঘ্যে ৬.১৫০ কিলোমিটার এবং ১৮.১০ মিটার প্রস্থ।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়