ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমি আমার সন্তানের অধিকার ছাড়ব না: বিদিশা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৭:০৭ পিএম
আমি আমার সন্তানের অধিকার ছাড়ব না: বিদিশা

সম্পত্তির লোভে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে নির্যাতন করছেন তার চাচা জিএম কাদের। আর এমনটাই অভিযোগ করেছেন এরিকের মা এবং এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

শুক্রবার গুলশানে প্রয়াত এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ অভিযোগ করেন। 

বিদিশা বলেন, তার চাচার (জিএম কাদের) এরিকের প্রতি কোনো আগ্রহ নেই। আগ্রহ এরিকের সম্পদের প্রতি। সম্পত্তির জন্যই এরিককে নানাভাবে নির্যাতন করছেন তার চাচা। এমনকি এই বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে খেতে পর্যন্ত দিচ্ছেন না।

এরিকের প্রতি নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ফ্রিজে খাবার ছিল না। না খেতে পেরে শুকিয়ে গেছে ছেলেটা। একটি অনলাইনে লিখেছে, ৫৪ হাজার টাকার খাবার এরিক খেয়েছে। এতো টাকার খাবার খেলে ৩০ কেজি ওজন কিভাবে কমে? এরিকের ওজন কমা দেখে তার ডাক্তারও অবাক হয়েছেন।

তিনি আরও বলেন, ড্রাইভার এরিকের গায়ে হাত তুলেছে। ড্রাইভার কিভাবে সাহস পায় ওর গায়ে হাত তোলার? আরো যেসব অত্যাচার-নির্যাতন করেছে সেটা মা হিসেবে বলতে পারব না।

বিদিশা এরশাদ বলেন, এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাইরে যেতে পারছি না। আমরা ভয় পাচ্ছি। আমরা বের হলে ঘরে ফিরতে পারব কিনা এটার নিশ্চয়তা নাই।

শেষ কথা আমি আমার সন্তানের অধিকার ছাড়ব না। আমি আমার ছেলের সঙ্গে থাকব। সে আমাকে যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকব।

এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরশাদ পুত্র এরিক।

এরিক বলেন, আমার মাকে আমি নিজে এনেছি। আর্মস নিয়ে বাসায় ঢুকেছে বলে অভিযোগ তাদের। এটা সত্যি হলে পুলিশ এখানে আসতে দিত না। আমি মাকে বলেছি আমি খেতে পারছি না। সে জন্য মা রান্না করে এনেছে। আমি বলেছি মাকে আমার সঙ্গে থাকতে।

তিনি বলেন, বাবা বলে গিয়েছিল মাকে কষ্ট না দিতে। রাজনৈতিক কারণে তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি। নতুন করে মাকে কষ্ট দিও না।

মাকে কাছে পেয়ে আমার খুব ভাল লাগছে। মা যখন ছিল না আমার খারাপ লেগেছে। আমাকে অবহেলা করা হয়েছে অনেক।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়