ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গ্রেফতার হওয়া যুবকই কি সেই হৃদয়?


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৯:৪৩ পিএম আপডেট: জুলাই ২৩, ২০১৯, ০৯:৫২ পিএম
গ্রেফতার হওয়া যুবকই কি সেই হৃদয়?

রাজধানীর উত্তরপূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাছলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হৃদয় সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে রাজধানীর গোলাপ শাহ মাজারের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 

তবে যুবকটি আসলেই হৃদয় কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, বাড্ডায় গণপিটুনির ঘটনায় অন্যতম হোতা হৃদয় সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। গোলাপশাহ মাজার এলাকা থেকে এক লোক হৃদয় সন্দেহে ওই যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গুলিস্তান থেকে জনগণের সহায়তায় হৃদয় সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তবে সে বাড্ডার ঘটনায় জড়িত হৃদয় কিনা নিশ্চিত নয়। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

শাহবাগ থানার ডিউটি অফিসার এস আই মো. সাগর জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা (বাড্ডা থানা পুলিশ) বিষয়টি দেখছে।

রেনুর প্রধান ঘাতক হৃদয়

উল্লেখ্য, শনিবার সকালে পিটিয়ে হত্যা করা হয় দুই সন্তানের জননী রেনুকে। তিনি তার মেয়েকে ভর্তি করতে ওই স্কুলে গিয়েছিলেন। কিন্তু পদ্মাসেতু নিয়ে ছড়ানো গুজবে বিশ্বাস করে তাকে ছেলে ধরা সন্দেহে আটকায় স্থানীয়রা। প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় তাকে।

মর্মান্তিক এই ঘটনার ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। আর এতে নীল টি শার্ট পড়া এক যুবককে হাতে লাঠি নিয়ে ক্রমাগত পেটাতে দেখা যায় রেনুকে। আর তার ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে। ফেসবুকে ছবি প্রকাশের পর হৃদয় পালিয়ে যায়। 

উত্তরবাড্ডায় বাবা হানিফ আলীর সবজির দোকানে কাজ করত হৃদয়। পড়াশোনা করেননি। এলাকায় আগে থেকে বখে যাওয়া যুবক হিসাবে পরিচিত। 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়