ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০২:০৫ পিএম আপডেট: মে ২৩, ২০১৯, ০২:৫৪ পিএম
স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে মনির হোসেন হত্যা মামলায় সাবেক স্ত্রীসহ ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. আনোয়ার হোসেন(৩৮), মো. মতব্বর শরীফ (৩২), স্বর্ণা আক্তার কাকলী নীপা (২৭) ও মো. ইব্রাহিম খলিল (২৭)।

জানা গেছে, ২০১৩ সালের ১৭ এপ্রিল আসামিদের যোগসাজশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম (মনির হোসেন) কে ডেকে নিয়ে বালিশ চাপা দিয়ে ও ধারালো ছুরি দিয়ে গলা কেটে খুন করে। পরবর্তী আসামি মনির হোসেন লাশ গুম করার জন্য মৃত্যুদেহটিকে সাত খন্ড করে বস্তায় ভরে মুন্সিহাটি চামক ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীর পাড়ে খন্ডিত লাশ ফেলে রাখেন ও নয়াগাঁও জনৈক কাজী ফারুক সাহেবের বাড়ীর সংলগ্ন উত্তর দিকের জমিতে লাশ ফেলে রাখেন।

ওই ঘটনায় ভিকটিম বর্তমান স্ত্রী মোছা. হাসিনা বেগম কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। তবে, মামলা দায়েরের সময় এজাহারে কোনো আসামির নাম উল্লেখ ছিলো না।

২০১৪ সালের ১৪ মে মামলাটি তদন্ত করে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার জনের নামে চার্জশিট দাখিল করেন। এরপর একই বছরের ১৯ অক্টোবর আদালত অভিযোগ গঠন করেন। চার্জশিটভুক্ত ৩৯ জনের মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

মনির হত্যা মামলায় স্বর্ণা আক্তার কাকলী, শরীফ মাতব্বর ও আনোয়ার হোসেন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়