ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্মহত্যা চেষ্টার পর স্ট্রোক করেছেন ছাত্রলীগ নেত্রী


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২২, ২০১৯, ০৯:৪১ পিএম
আত্মহত্যা চেষ্টার পর স্ট্রোক করেছেন ছাত্রলীগ নেত্রী

আত্মহত্যা চেষ্টার পর এবার স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছাত্রলীগ নেত্রী জারিন দিয়া। রাজধানীর স্কয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

বুধবার দুপুর ২টায় স্ট্রোকে আক্রান্তের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছাত্রলীগের গত কমিটির সমাজসেবা সম্পাদক রানা হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জারিন দিয়ার অবস্থা খুবই খারাপ। দুপুর ২টায় স্ট্রোক করার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার (২১ মে) তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তাকে ল্যাব এইডে নেয়ার হয়। 

এরপর ডাক্তার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে বলেন, আত্মহত্যার চেষ্টার পর সবারই পার্শ্বপ্রতিক্রিয়া হয়। এটা দুইদিন আগে পরে যেকোনো সময় হতে পারে। ওয়াশ করে ঘুমের ওষুধ বের করা হলেও এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়ে গেছে। পরে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে একটু সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। 

‘কিন্তু এখন তার অবস্থা ক্রিটিক্যাল। ডাক্তার বলেছেন, তার অবস্থা এখনও আশঙ্কাজনক। তাকে দুইদিন হাসপাতালে রাখার কথা বলা হয়েছে। দুইদিন গেলেই সব বলা যাবে।’

মধুর ক্যান্টিনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার হওয়ায় পর গত ২০ মে সোমবার রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ছাত্রলীগ নেত্রী জারিন দিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। এর আগে ছাত্রলীগ সভাপতি রেওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রতি কিছু প্রশ্ন রেখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়