ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভিযান সমাপ্ত, ক্ষতিগ্রস্তদের সহায়তায় হটলাইন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০২:০৫ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০৮:০৫ এএম
অভিযান সমাপ্ত, ক্ষতিগ্রস্তদের সহায়তায় হটলাইন

ঢাকা: চকবাজারে আগুনের ঘটনায় উদ্ধার অভিযান শেষ ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তবে আশপাশের এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনটি টিম রাখা হচ্ছে। এছাড়া, ভয়াবহ এ দুর্ঘটনার হতাহতদের তথ্য জানার জন্য হটলাইন নম্বর ৯৫৫৬০১৪ চালু করেছে ডিএসসিসি।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের ব্রিফ করে আনুষ্ঠানিকভাবে এ উদ্ধার অভিযান শেষ ঘোষণা করেন।

এসময় সিটি মেয়র বলেন, উদ্ধার অভিযান আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত করা হয়েছে। সব শেষ তথ্য মতে মোট ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৪১ জন। এর মধ্যে ৩২ জন ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি ৯ জন ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি। তাদের অবস্থাও সংকটাপন্ন।

সাঈদ খোকন বলেন, ঘটনাস্থল থেকে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া এই এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের লিস্ট করা হচ্ছে। সরকার থেকে  ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় যদি কেউ দায়ী থাকে থাহলে সেই ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, এলাকায় কোনোভাবেই কেমিক্যাল গোডাউন রাখা যাবে না। এ বিষয়ে আমাদের অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছিলাম। এই অভিযানের মাত্র দুই দিনের মাথায় এ ঘটনা ঘটল। আমরা আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন বা কারখানা দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে আমাদের যদি শক্তি ও বল প্রয়োগ বা আরও কঠোর হতে হয় আমরা তাই হব।

যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের সহায়তা প্রয়োজন রয়েছে তারা-০২-৯৫৫৬০১৪ নাম্বার ফোন করে সাহায্য চাইতে পারবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব। এছাড়া স্থানীয় কাউন্সিলর অফিসসহ স্থানীয় থানায় সাহায্য চাইতে পারবেন।

গো নিউজ২৪/এমআর

 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়