ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইয়াবার টাকায় গড়া ‘প্রাসাদ’ গুড়িয়ে দিচ্ছে প্রশাসন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০৭:৪৮ পিএম
ইয়াবার টাকায় গড়া ‘প্রাসাদ’ গুড়িয়ে দিচ্ছে প্রশাসন

ঢাকা : বাংলাদেশে যাতে ইয়াবা ঢুকতে না পারে, সেজন্য আরো কঠোর অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ৭৩ ইয়াবা গডফাদারের প্রত্যেকের বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে, ভেঙে দেয়া হচ্ছে ইয়াবার টাকায় গড়া বাড়িঘর ।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তালিকাতেও শীর্ষ ইয়াবা গডফাদার হিসেবে উঠে এসেছে উখিয়া-টেকনাফের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার পরিবারের এক ডজন সদস্যের নাম।

গত রোববার থেকে সাঁড়াশি এ অভিযানের অংশ হিসেবে ইয়াবা কারবারিরা আগে থেকেই গা ঢাকা দেয়ায় এই তালিকা ধরে তাদের বাড়িতে হানা দেয়া হচ্ছে। ইতোমধ্যে ইয়াবার অবৈধ অর্থে গড়া একাধিক ব্যক্তির ‘প্রাসাদতুল্য’ বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

টেকনাফের শীর্ষ ইয়াবা গডফাদার জিয়াউর রহমান, আবদুর রহমান ও নুরুল হক ভুট্টর বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে।

এছাড়া কক্সবাজারে মাফিয়া ডন হিসেবে পরিচিত আনিসুর রহমান ইয়াহিয়া। টেকনাফের শাহাপরীর দ্বীপের মৃত নবী হোসেনের এই ছেলে শাহাপরী গ্রুপেরও মালিক। ইয়াহিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে আওয়ামী জোটের শরিক জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনিও আছেন শীর্ষ মাদক কারবারির তালিকায়।

নতুন তালিকায় বরাবরের মতো এবারো শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হিসেবে নাম এসেছে হাজি সাইফুল করিমের। আছেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম ও তার চার ছেলে।

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর দুই ছেলে— রাশেদ মোহাম্মদ আলী ও মাহবুব মোরশেদও দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত। তারাও হালনাগাদ তালিকায় স্থান করে নিয়েছেন।

এই তালিকায় আছেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, টেকনাফ বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর দুই ভাই— আবদুর রহমান ও জিয়াউর রহমান, টেকনাফ উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলভি রফিক, তার ভাই টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভি রফিক।

কক্সবাজারের মহেশখালীর আওয়ামী লীগ নেতা শরিফ বাদশা ও পূর্ণ চন্দ্র দে’র নামও এসেছে তালিকায়। রয়েছে চকরিয়ার কাউন্সিলার রেজাউল করিম এবং আজিজুল হক সোহেল।

অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মণ্ডল বলেন, ‘সরকারি বিভিন্ন সংস্থার তথ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সেপ্টেম্বরে তালিকা হালনাগাদ করেছে। এতে আসা ৭৩ গডফাদারসহ কক্সবাজারের ইয়াবা কারবারিদের ধরতে বাড়ি বাড়ি টাস্কফোর্স অভিযান চালাচ্ছে।’

টেকনাফ থানার নবাগত ওসি প্রদীপ কুমার দাস বলেন, ‘টেকনাফ থেকে ইয়াবা ব্যবসায়ীদের নির্মূল করার শপথ নিয়েই আমি কাজ শুরু করেছি। এজন্য যা যা করা প্রয়োজন, সবই করা হবে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়