ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

২২ বছরের জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৮, ০৮:৪৯ পিএম আপডেট: অক্টোবর ২৪, ২০১৮, ০৮:৫১ পিএম
২২ বছরের জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি

ঢাকা : ২২ বছরের যুবক জিন্নাত আলী।  এবয়সেই তার উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। চিকিৎসকরা একে হরমোন জাতীয় বিরল রোগের ফল বলে শনাক্ত করেছেন। বিরল রোগে আক্রান্ত হয়ে বছরে জিন্নাতের শরীর বাড়ছে তিন থেকে চার ইঞ্চি করে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তার পায়ে প্রচণ্ড ব্যথা ও পা কামড়াতে থাকে।

জিন্নাত আলী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দিনের অধীনে চিকিৎসাধীন।

জিন্নাতের উচ্চতা এতটাই বেশি যে, হাসপাতালের বেডে তার পুরো শরীর ধরছে না। ফলে বাধ্য হয়েই তাকে রাখতে হচ্ছে মেঝেতে।  

জিন্নাত আলী কক্সবাজারের রামু উপজেলার বড়বিল গ্রামে আমির হামজা ও শাহফোরা বেগমের সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। হাসপাতালের চারতলায় কেবিনে ভর্তি থাকা জিন্নাতের দেখাশোনা করছেন তার বড় ভাই ইলিয়াস।

তবে চরম আর্থিক সংকটে জিন্নাতের চিকিৎসা ব্যয় মেটানো যাচ্ছে না বলে জানিয়ে সবার কাছে সহায়তা চেয়েছেন ইলিয়াস।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিনে জিন্নাত আলী বলেন, যখন আমার ১১ বছর বয়স, তখন থেকে প্রতি বছরে আমার শরীর তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত বাড়তে থাকে। সেই সঙ্গে দুই পায়ে ব্যথা ও কামড়াতে থাকে। স্থানীয়ভাবে অনেক চিকিৎসা নিয়েছি, কোনো লাভ হয়নি। পরে স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান ও কক্সবাজারের জেলা প্রশাসকের শরনাপন্ন হয়েছি। এমপির সহযোগিতায় এখানে ভর্তি হয়েছি।

হাসপাতালে জিন্নাত

জিন্নাত আলীর বড় ভাই বলেন, এই ১০ বছর ধরে ভাইয়ের পিছনে চিকিৎসা করতে সবকিছুই খুইয়েছি। ভাইকে দেখাশোনার কারণে আমার স্ত্রী তাছলিমা আক্তার আমাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু আমি ভাইকে ছাড়তে পারিনি।  আমার এক ছেলে, এক মেয়ে। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। অভাব-অনটনে ভাইকে ভালো চিকিৎসা করাতে পারিনি। যতটুকু পেরেছি করেছি। ভাইয়ের চিকিৎসার জন্য আপনাদের সহযোগিতা চাই।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান, জিন্নাত হরমোন জাতীয় বিরল রোগে আক্রান্ত। বর্তমানে তিনি এন্ডোক্রাইনোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়