ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে ৬ ট্রলার ডুবি, ৩৫ জেলে নিখোঁজ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৬:৪৩ পিএম আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৮:৩৬ পিএম
বঙ্গোপসাগরে ৬ ট্রলার ডুবি, ৩৫ জেলে নিখোঁজ

ঢাকা : ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে জানা গেছে। এরমধ্যে ৩টি ট্রলার এবং অন্তত ৩৫ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। 

নিখোঁজ ট্রলার ৩টি হলো-বাগেরহাটের শরণখোলার এফবি মারিয়া- ১, বরগুনার এফবি দেলোয়ার মোল্লা ও এফবি হাবিব খলিফা। এরমধ্যে এফবি মারিয়ার ১৭ জেলের মধ্যে ১৫ জনকে ভারতীয় জেলেরা উদ্ধার করেছে বলে জানা গেছে।

তবে এখনো এফবি দেলোয়ার মোল্লা ও এফবি হাবিব খলিফা ট্রলারের ৩৩ জেলের কোন খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার রাতে উত্তাল বঙ্গোপসাগরে ট্রলারগুলো ডুবে যায়। ঝড়ো বাতাসের টানে ভারতীয় জলসীমার রায়দিঘী এলাকায় চলে যায় এফবি মারিয়া-১।

এফবি মারিয়া ট্রলারের জেলেরা হলেন- ট্রলার মালিক শহিদুল ফরাজী (৩৭), আনোয়ার ফরাজী (৪৫), কামরুল ফরাজী (৩৫), কবির হাওলাদার (২৫), আশরাফুল (২২), আলম মিস্ত্রি (৪২), কবির ঘরামী (৩৫), এনামুল (২৩), ইয়াছিন (৪০), শদিুল হাওলাদার (৪০), রাব্বি তালুকদার (১৯), ডাবলু হাওলাদার (২৩), মোদাচ্ছের (৩৫), ইউসুফ (৪০), বাবুল হাওলাদার (৩৮), আলমগীর (৩২) ও রিয়ার (২০)। এসব জেলের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে। এদের মধ্যে ১৫ জনকে ভারতীয় একটি ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে দুই জেলে।

এদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুন্দরবন উপকূলের কচিকালীর বাদামতলী এলাকা থেকে এফবি নূর আলম নামের একটি ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জেনের সদস্যরা। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. জাহিদ আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

শরণখোলার মৎস্য ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন, কবির আড়ৎদার ও জামাল হাওলাদার জানান, বৃহস্পতিবার সাগর থেকে ফেরার পথে মৎস্য ব্যবসায়ী তহিদুল তালুকদারের এফবি আজমীর শরীফ-১, বিলাশ রায় কালুর এফবি সাগর-১, মালেক মোল্লার এফবি শাওন এবং ইউনুচ শিকদারের (নাম জানা যায়নি) ট্রলারসহ ৪টি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

দুবলা ফিশারমেন গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল আহমেদ মোবাইল ফোনে জানান, দুবলার চরের কাছাকাছি মান্দারবাড়িয়া ও ১নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় ৬টি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। ট্রলারগুলো কোন এলাকার এবং জেলেদের পরিনতি কি হয়েছে তা জানাতে পারেননি।

বাগেরহাটে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, দুর্যোগে সাগর ছেড়ে সহস্রাধিক ট্রলার সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে। আশ্রিত এসব ট্রলার ও জেলেদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট স্টেশন ও ক্যাম্পের দায়িত্বরত বনরক্ষীদের নির্দেশ দেয়া হয়েছে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়