ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত শিল্পীর স্থান হলো হাসপাতালের মেঝেতে


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০৬:৪৭ পিএম আপডেট: আগস্ট ১৮, ২০১৮, ০৬:৪৯ পিএম
‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত শিল্পীর স্থান হলো হাসপাতালের মেঝেতে

ঢাকা : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েও একটি সিট বরাদ্ধ পেলেন না ‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত নৃত্যগুরু বজলার রহমান বাদল। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নৃত্যগুরু বাদল বুকে ব্যথা অনুভব করলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

ভর্তির পর শনিবার দুপুর একটা পর্যন্ত এ গুণী শিল্পী মেঝেতে চিকিৎসাধীন ছিলেন। পরে রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপে শিল্পী বাদলের জন্য বেডের ব্যবস্থা করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসকরা।

শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের ২০৭ নম্বর কক্ষে গিয়ে দেখা গেছে, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননাপ্রাপ্ত প্রবীণ এই ব্যক্তির জন্য একটি বেডেরও ব্যবস্থা হয়নি। মেঝেতেই বিছানা পেতে শুয়ে ছিলেন তিনি।

মাথার সামনে চলছিল ছোট একটা বৈদ্যুতিক পাখা। নৃত্যগুরুর মাথার খুব কাছেই ছিল অন্য রোগীর স্বজনের একজোড়া স্যান্ডেল। একটি স্যান্ডেলের অর্ধেকটা ছিল তার বিছানার ওপর। আর তার বালিশ ঘেঁষে ছিল আরেক রোগীর দুই পা।

হাসপাতালে নৃত্যগুরুর মেয়ে নাজনিন জানান, প্রায় এক মাস ধরে তার বাবা অসুস্থ। নগরীর শিরোইল এলাকার বাড়িতেই থাকেন তিনি। হৃদরোগ ছাড়াও আছে উচ্চ রক্তচাপ। এখন পায়ে-হাতেও তিনি ব্যথা অনুভব করেন। পুরো শরীর ফুলে গেছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। শুরু হয় শ্বাসকষ্ট। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন জানিয়ে চিকিৎসক তাকে ৩২ নম্বর ওয়ার্ডে দেন। কিন্তু কোনো বেড না পাওয়ায় দুপুর একটা পর্যন্ত মেঝেতেই রাখা হয়।

নাজনিন আরা বলেন, রাতে আমরা পরিচয় দিয়েছিলাম। নার্সরা বললেন, বেড খালি নেই। তাই তাদেরও কিছু করার নেই। বেড ফাঁকা না হওয়া পর্যন্ত এভাবেই মেঝেতে থাকতে হবে। তাই আমরা টাকা লাগলেও কেবিনে নেয়ার চেষ্টা করেছিলাম।

কিন্তু ডাক্তার বললেন, এই ধরনের রোগীদের কেবিনে রাখার ব্যবস্থা নেই। কী করার! তবে অবশেষে মেয়র লিটনের হস্তক্ষেপে বেডের ব্যবস্থা হয়েছে।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়