ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রংচটা গাড়ি কিভাবে ফিটনেস সার্টিফিকেট পায় : দুদক চেয়ারম্যানের প্রশ্ন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ০৮:০২ পিএম আপডেট: আগস্ট ১৫, ২০১৮, ০৮:০৪ পিএম
রংচটা গাড়ি কিভাবে ফিটনেস সার্টিফিকেট পায় : দুদক চেয়ারম্যানের প্রশ্ন

ঢাকা : দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা। যদি দুর্নীতি দমন বা প্রতিরোধ করা যায়, তবেই মানুষ শিক্ষাসহ সব ধরনের সরকারি সেবা হয়রানি ছাড়াই পাবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, বি আরটিএ যদি দুর্নীতিমুক্ত হতো, তাহলে কীভাবে রংচটা, হেডলাইটবিহীন গাড়ি ফিটনেস সার্টিফিকেট পায়? তিনি বলেন, আমরা বি আরটিএর কার্যক্রম দেখছি, বর্তমানে কৌশলগত কারণেই হস্তক্ষেপ করছি না। তারা যদি বে-আইনি কিছু করে, জনস্বার্থেই কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে গুরুত্ব দেবে।

বুধবার সকালে জাতীয় শোক দিবসে দুদক আয়োজিত এক আলোচনা সভায় ইকবাল মাহমুদ এসব কথা বলেন। নিরাপদ সড়ক আন্দোলনের সময় কিশোরেরা দুদকের লোগো লাগানো একটি গাড়ি আটক করেছিল, এমন প্রসঙ্গ তুলে দুদক চেয়ারম্যান বলেন, সংবাদ পাওয়ামাত্রই আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। কাউকেই আমরা ছাড় দিইনি এবং ভবিষ্যতেও ছাড় দেব না।

এসময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের আইন মেনে চলার নির্দেশ দিয়ে ইকবাল মাহমুদ বলেন, যারা আইন মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  রাস্তায় যখন বেরোবেন তখন দুদকের পরিচয় ব্যবহার করবেন না, সাধারণ মানুষের মতো আচরণ করবেন, অসাধারণ হওয়ার চেষ্টা করবেন না।

শোক দিবসের আলোচনায় দুদক চেয়ারম্যান বলেন, আজ জাতীয় শোক দিবস যেমন সত্য, তেমনি আজকের দিনটি লজ্জার এবং কলঙ্কেরও। কারণ আমি এমন একটি দেশের নাগরিক, যে দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছেন, সেই দেশেরই কতিপয় দুর্বৃত্ত তাকে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি, তাই এই কলঙ্ক জাতি হিসেবে মোচন করা সম্ভব নয়। এমনকি এ কলঙ্ক ভবিষ্যতে হাজার বছর পরের প্রজন্মকেও বহন করতে হতে পারে।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়