ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন সিটিতে গাজীপুর-খুলনার মতো নির্বাচন নয় : ইসি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ০৯:১০ পিএম
তিন সিটিতে গাজীপুর-খুলনার মতো নির্বাচন নয় : ইসি

ঢাকা : খুলনা এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যেসব অভিযোগ উঠেছিল, আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সেসব অভিযোগ উঠবে না বলে আশ্বস্ত করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তারা বলেছেন, সিটি নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। তারা যেন সেভাবেই কাজ করে।

সোমবার বিকালে বরিশালের নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিরর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার বলেন, গাজীপুর ও খুলনার মতো নির্বাচন তিন সিটিতে হবে না। কোনো ভোট কেন্দ্রও বন্ধ করতে চাই না আমরা। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছি। প্রশ্নবিদ্ধ করা যাবে না এই নির্বাচন। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে। নিজের ইচ্ছায় ভোট দেবেন।

এসময় দুই ‘এম পি’কে নির্বাচনে দেখতে চান না জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, এক এমপি হচ্ছে মাসেল পাওয়ার এবং অপরটা মানি পাওয়ার।

তিনি জানান, নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। যাতে তারা কারো চাপে নত স্বীকার না করে। সুষ্ঠু নির্বাচন করবেন এবং ভোট কেন্দ্রের পবিত্রতা রক্ষা করার কথা বলা হয়েছে। আর এটি যদি না পারে তাহলে এত আইন শৃঙ্খলা বাহিনীর দরকার নেই।

সভায় বরিশালের সাত মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ছাড়া বাকি ছয় জনই ভোট নিয়ে শঙ্কার কথা বলেন। ক্ষমতাসীন দল বাড়তি সুবিধা পাচ্ছে বলেও অভিযোগ তাদের।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই বরিশালের পাশাপাশি রাজশাহী ও সিলেটে ভোট হচ্ছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক প্রচার।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়