ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘এত উন্নয়নের পরও জনগণ ভোট না দিলে মানা যাবে না’


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৩, ২০১৮, ০৬:১৯ পিএম আপডেট: জুন ২৩, ২০১৮, ১২:২৬ পিএম
‘এত উন্নয়নের পরও জনগণ ভোট না দিলে মানা যাবে না’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে ভোট না দিলে দলের তৃণমূলের নেতাকর্মীরা দায়ী থাকবেন। কারণ তখন বুঝতে পারব ক্ষমতায় থাকতে আপনি জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। টাকার বিনিময়ে কাজ করেছেন। এ কারণে জনগণ আপনাকে ভোট দেয়নি।

শনিবার নিজের সরকারি বাসভবন গণভবনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় নেতাদের সাথে বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা অনেক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছি...আমরা দেশকে উন্নত করেছি। এত উন্নয়ন কাজের পরও যদি জনগণ নৌকায় ভোট না দেয় তা তো মেনে নেয়া যাবে না।  

দলের মধ্যে যারা গ্রুপিং করবে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবে না- নেতাদেরকে এমন সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাকে নৌকা মার্কা দেব; তার পক্ষে কাজ করতে হবে। নৌকার জন্য ভোট চাইতে হবে।

এ সময় শেখ হাসিনা আরো বলেন, এবারের নির্বাচন আওয়ামী লীগের জন্য টানা তৃতীয়বারের লড়াই হবে। তাই এ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আমি লক্ষ্য করছি, কেউ কেউ স্বপ্রণোদিত হয়ে একা একাই প্রার্থী হয়ে যাচ্ছেন। আর প্রার্থী হয়েই তারা বিএনপি কী লুটপাট, সন্ত্রাস করল সেটা বলেন না। তার বক্তব্য এসে যায় দলীয় এমপির বিরুদ্ধে, সংগঠনের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে দিনরাত যে কাজগুলো করে যাচ্ছে সেগুলো ভুলে গিয়ে কোথায় কার কী দোষ আছে সেটা খুঁজে বের করে যারা জনগণের কাছে বলবেন, তারা কখনো দলের নমিনেশন পাবেন না।

গত দশ বছর ক্ষমতায় থাকার পরও যারা দলের বদনাম করবে তাদের জনগণও ভোট দেবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী।

যে কেউ প্রার্থী হতে পারে। কিন্তু প্রার্থী হতে গিয়ে আমার দলের বদনাম করবে, তা আমি কোনোমতেই মেনে নেবো না, বলেন তিনি।

সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ এখন খুব হিসেবী। কেউ দুর্নীতি করলে জনগণ কিন্তু সেটা ঠিকই মাথায় রাখে। কাজ করতে গিয়ে টাকা নিলে এরপর ভোট চাইতে গেলে বলবে: টাকা দিয়ে কাজ নিয়েছি, ভোট দেবো কেন?

প্রধানমন্ত্রী বলেন, জনগণের কিন্তু এখন চক্ষু খুলে গেছে। এখন ডিজিটাল যুগ। তারাও এখন বিশ্বকে জানতে পারে। তাই সংসদ সদস্যদের হাতে এখন সময় খুব বেশি নাই। কেউ নমিনেশন পাবেন কি পাবেন না তা নির্ভর করে আপনার এলাকায় আপনারা কারা কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন। আর আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কতটুকু মূল্যায়ন করেছেন।

দুঃসময়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মী হয়ে থেকেছে, দুঃসময়ে যারা দলের হাল ধরে রাখে, সেই দুঃসময়ের নেতাকর্মীরা যেন অবহেলিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, ছিটমহল বিলোপ, পার্বত্য শান্তিচুক্তি, বয়স্ক বাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন পর্যায়ের ভাতা ও উপবৃত্তি চালু, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি, মামলার মাধ্যমে সমুদ্রসীমা জয়সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন।

গো নিউজ২৪/এমআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়