ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
মঙ্গলবার ঝরল ১২ প্রাণ

ঈদের চারদিনে সড়কে নিহত অর্ধশতাধিক


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৯, ২০১৮, ০৮:৫৭ পিএম
ঈদের চারদিনে সড়কে নিহত অর্ধশতাধিক

ঢাকা : ঈদের চতুর্থ দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১২ জনের। মঙ্গলবার (১৯ জুন) কুমিল্লা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, নাটোর, সিরাজগঞ্জ ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় এসব দুর্ঘটনা ঘটে। 

এ নিয়ে ঈদ পরবর্তী চারদিনে সড়কে ঝরল প্রায় অর্ধশত প্রাণ। এসব ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক জন।

ঈদের তৃতীয় দিন গত সোমবার (১৮ জুন) বিকেল পর্যন্ত সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। নিহতদের মধ্যে নীলফামারীতে-১২, নরসিংদীতে-১, চট্টগ্রামে-১, জয়পুরহাটে-১ , ঠাকুরগাঁওয়ে-১, ঝিনাইদহে-১, মাগুরায়-৩, ফেনীতে-১ ও সাভারে-১ জন।

তারও আগে ঈদের দ্বিতীয় দিন রোববার (১৭ জুন) সড়ক দুর্ঘটনায় মারা যান ৮ জন। এরমধ্যে টাঙ্গাইলে-৩, নোয়াখালীতে-৩ এবং ঠাকুরগাঁওয়ের রয়েছে ২ জন।

মঙ্গলবারের ঘটনা:
কুমিল্লা:
মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গাড়ি বহর নিয়ে কুমিল্লার দাউদকান্দি যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গাড়িবহরের একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছাত্রদল কর্মী জুয়েল মারা যান। এসময় আহত ১৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ৯ জনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ:
সকালে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদুন এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে খাদে পড়ে ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর: 
ভোরে মাদারীপুরের কালকিনি উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক রবিউল ইসলাম মারা যান। এ সময় আহত ১৫ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নাটোর: 
নাটোরের পন্ডিতগ্রাম এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রাজবাড়ী: 
রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস উল্টে আলমগীর হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার রাত ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মাছপাড়া ইউনিয়নের নওয়াপাড়া বটতলা মাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৩২) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার উমরপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে।

চট্টগ্রাম:
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিথি বড়ুয়া (২১) নামে এক উঠতি মডেল নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরের খুলশী থানা এলাকার হলি ক্রিসেন্ট হাসপাতালের সামনে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। তিথি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স (অর্থনীতি) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামের সাধন বড়ুয়ার মেয়ে।

সিরাজগঞ্জ: 
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ও সিএনজি চালিত অটোরিকশার একজন নিহত হয়েছে। এসময় আটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন। তাদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।  

মঙ্গলবার বিকেল ৪টায় শাহজাদপুর উপজেলার মশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুলহক (৩৫) শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাচামারা গ্রামের রুনা আলীর ছেলে। 

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ৪ জন।

 

গো নিউজ২৪/আই
 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়