ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের ২য় দিনে সড়কে ঝরলো ৮ প্রাণ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১৭, ২০১৮, ০৫:০৭ পিএম আপডেট: জুন ১৮, ২০১৮, ০৩:১৬ এএম
ঈদের ২য় দিনে সড়কে ঝরলো ৮ প্রাণ

ঢাকা : ঈদের ২য় দিন রোববার (১৭ জুন) দেশের তিন জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় তিন জন, টাঙ্গাইলের কালিহাতীতে তিন জন ও ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

ঢাঙ্গাইল : 
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
 
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বঙ্গবন্ধু সেতুপূর্বগামী একটি লোকাল বাসের চাপায় ঘটনাস্থলেই টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ তিনটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় সনাক্ত হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

নোয়াখালী : 
সোনাইমুড়ী উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইমুড়ী-রামপুর ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পৌর এলাকার কাঠালী গ্রামের মহুরী বাড়ির আবদুল মাতিন বাচ্চুর ছেলে মিজান (৪০), বেলাল (৩০) এবং একই এলাকার অটোরিকশা চালক রাকিব।

সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী হিমাচল সার্ভিসের একটি বাস রামপুর ক্লাবের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মিজান ও বেলাল ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আহতের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে অটোরিকশাটির চালক রাকিব হাসপাতালে মারা যান। 

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও : 
ঠাকুরগাঁও শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে মথুরাপুর এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী আরেকজন গুরুত্বর আহত হন।

রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপূর্গী গ্রামের ফারুক ও কাউসার।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিনিবাসটি শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়