ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুলপুরে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ৯, ২০১৮, ১০:৫৪ পিএম আপডেট: সেপ্টেম্বর ৯, ২০১৮, ০৫:৪৩ পিএম
ফুলপুরে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাদেকুর রহমানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ মে) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদেকুর রহমান ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষের সঙ্গে সাদেকুর রহমানের কিছুদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে সম্প্রতি একাধিকবার সাদেকুর রহমানের সঙ্গে প্রতিপক্ষের লোকদের কথা–কাটাকাটি হয়। বুধবার সকালে ওই পক্ষের সঙ্গে সাদেকুর রহমানের কথা–কাটাকাটি হয়। রাত পৌনে আটটার দিকে সাদেকুর হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথে পৌর শহরের চরপাড়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকেরা তার পথরোধ করে রামদা দিয়ে কুপিয়ে ও কোমল পানীয়র বোতল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন সাদেকুরকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদেকুর রহমানের মৃত্যুর খবরে তার সমর্থকরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফুলপুর থানার ওসি মাহবুবুল আলম ও ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, সাদেকুর রহমানের প্রতিপক্ষের লোকেরাও ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই পক্ষের সঙ্গে সাদেকুরের বিরোধ চলছিল।

ঘটনার পর ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ও ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর ঘটনাস্থলে যান।

ওসি মাহবুবুল আলম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে।

গোনিউজ২৪/এএস


 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়