ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রিক দেবীর ভাস্কর্যের কাছে কে এই রহস্যময়ী নারী?


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ১২:১৪ পিএম
গ্রিক দেবীর ভাস্কর্যের কাছে কে এই রহস্যময়ী নারী?

ঢাকা :  প্রতি কর্মদিবসে সকাল থেকে বিকেল পর্যন্ত সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের সামনে অবস্থিত গ্রিক দেবীর ভাস্কর্যের কাছে বসে থাকেন এক মধ্যবয়সী নারী। তার গায়ের রং শ্যামলা, মাথায় স্কার্ফ, কাঁধে সাদা ব্যাগ ও হাতে কাগজ-কলম। বয়স আনুমানিক ত্রিশ। সারাদিন বসে বসে শুধু লিখেই যান তিনি। কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেন না।

মাঝে মধ্যে সুপ্রিমকোর্টের লিগ্যালএইড অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সারা দিন যা লিখেন, তা বিকালে লিগ্যাল এইড অফিসের ডাস্টবিনে ফেলে যান। 

জানা গেছে, রহস্যময়ী এ নারী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মুক্তিযোদ্ধা চাঁনমিয়ার মেয়ে। নাম ইরানী।

একসময় স্বামীর সঙ্গে ৩৩৫/বি খিলগাঁও তালতলা লোহারগেট এলাকায় থাকতেন। তাদের সংসারে এক ছেলে ছিল। স্বামী ইব্রাহিম খলিল মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

আড়াই বছর আগে স্বামীর সংসার ছেড়ে চলে আসেন ইরানী। এখন থাকেন মোহাম্মদপুরে বোনের বাসায়।

এ নারী প্রতিদিন কেন সুপ্রিমকোর্টের এনেক্স ভবনের সামনে গ্রিক দেবীর ভাস্কর্যের কাছে অবস্থান নেন, তা কেউ বলতে পারছেন না। কেউ কেউ বলছেন, মহিলাকে মাঝেমধ্যে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়।

থাকার কারণ জানতে চাইলে ওই নারী কোনো জবাব দেন না। সারক্ষণ শুধু কাগজে লিখেই যান।

লিগ্যাল এইড অফিসের এক কর্মকর্তা জানান, এ নারীকে দুই বছর ধরে এখানে দেখছি। সকাল ৯টার দিকে আসে আর রাত ৮টার দিকে চলে যায়। এখানেই কাপড়চোপড় শুকায়। সে একেক সময় একেক কথা বলে। এই নারীকে ঘিরে অনেক রহস্যের সৃষ্টি হয়েছে।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়