ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাড়িতে তুলে গামছা দিয়ে চোখ বাঁধা হয় : ৩ নেতার অভিযোগ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৮, ০৪:৩৯ পিএম আপডেট: এপ্রিল ১৬, ২০১৮, ১০:৩৯ এএম
গাড়িতে তুলে গামছা দিয়ে চোখ বাঁধা হয় : ৩ নেতার অভিযোগ

ঢাকা : কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় তিন নেতাকে ডিবি পুলিশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় সোমবার সকাল ১১টার দিকে। পরবর্তীতে তাদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ অন্য নেতারা। ছেড়ে দেয়া না হলে আবারো আন্দোলনের হুমকি দেয়া হয়। এমন পরিস্থিতে দুপুর ২টার দিকে তিন নেতাকে ছেড়ে দেয় ডিবি পুলিশ। ডিবির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার নয় কিছু তথ্যের জন্য তাদেরকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছিলো।

এদিকে ডিবি কার্যালয় থেকে ফিরে এসে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিন নেতা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, রাশেদ খান ও ফারুক।

তারা অভিযোগ করেন-ডিবির গাড়িতে তুলে গামছা দিয়ে তাদের ছোখ বেঁধে ফেলা হয়। 

নুরুল হক নুর বলেন, গুলিস্তানে নেয়ার পর গামছা কিনে চোখ বাঁধা হয়। মাথায় হেলমেট পড়ানো হয় আমাদের। এরপর ডিবি অফিসে নেয়া হয়। তিনি দাবি করেন, এটি একটি অপহরণ। মিডিয়া না জানলে হয়তো ফিরে আসতাম কিনা সন্দেহ।

ফারুক হাসান বলেন, আমাদের উপর হামলা হবে বলে নিয়ে আসা হয়। ডিবি কার্যালয়ে পানি খেতে চাইলে দেয়া হয়নি। এসময় তিনি নিজেদের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যদেরও নিরাপত্তা দাবি করেন।

তিনি আরও বলেন, ডিবি পুলিশ তাদেরকে বলেছে, তোমাদের উপর হামলার আশঙ্কা ছিল। সেজন্য নিয়ে আসা হয়েছে। একটা ভিডিও দেখানোর কথা বলেন তারা যদিও কোনো ভিডিও দেখানো হয়নি। ছেড়ে দেয়ার সময় বলা হয়. ডাকলে আবার যেতে হবে ডিবি অফিসে।

রাশেদ খান বলেন, আমার বাবার কোনো দোষ নাই। তাকে ছেড়ে দেয়া হোক। কষ্ট করে লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন। তাকে আটক করাটা যথেষ্ট কষ্টকর। এখন আমার বাবার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে।

এখানে উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বাবাকে জ্ঞিাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে ঝিনাইদহ পুলিশ। তবে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদের পর ওনাকে ছেড়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়