ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

ডিসিসি নির্বাচন বন্ধ করা নেতার দুর্নীতি দেখুন(ভিডিও)


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৫, ২০১৮, ০৮:৫২ পিএম
ডিসিসি নির্বাচন বন্ধ করা নেতার দুর্নীতি দেখুন(ভিডিও)

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন বন্ধে আদালতে রিটকারী বেরাইদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর আলমের দুর্নীতি লাগাম ছাড়া পর্যায়ে চলে গেছে। ইতোমধ্যে তার অপসারণ দাবি করেছে এলাকার সাধারণ মানুষ।  

দিনকে দিন বেড়েই চলছে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি ও দখলবাজির মতো অত্যাচারের ঘটনা।

বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দলের নাম ভাঙিয়ে নিজের দুর্নীতি সচল রাখতে  হাইকোর্টে রিট করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র উপ-নির্বাচন ও নবগঠিত ওয়ার্ডগুলোর কমিশনার পদে নির্বাচন ঠেকিয়ে দিয়েছে। কারণ নির্বাচন হলে তার ক্ষমতা চলে যাবে এই আশঙ্কায় তিনি আদালতে রিট করেন। দোষ যাতে তার উপর না যায় সেজন্য সাতারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমানকেও নির্বাচন বন্ধ করতে আদালতে রিট করতে বাধ্য করেন।

সাতারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান

এদিকে আদালতের রায়ে নির্বাচন স্থগিত হওয়ার পর জাহাঙ্গীর আলম যেন লাগাম ছাড়া হয়ে পড়েছেন। এলাকায় চালিয়ে যাচ্ছেন দুর্নীতির মহোৎসব। 

তার দুর্নীতির কিছু চিত্র-
সম্প্রসারিত মাদানি অ্যাভিনিউতে (বারিধারা নতুন বাজার-বেরাইদ) তার রয়েছে চার বিঘার ওপর বিলাসবহুল বাড়ি, বেরাইদ চান্দারটেকে এক বিঘার ওপর দোতলা বাড়ি, বসুন্ধরা আবাসিক এলাকায় জামালপুর টাওয়ারে (নং ২৬৮, রোড-৪, ব্লক-এফ) সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট, মধ্যবাড্ডা সেভেন সার্কেল হোল্ডিং ভবনে সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট, মাদানি অ্যাভিনিউতে নামে-বেনামে আরও ১০ বিঘার মতো জমি। জাহাঙ্গীর বেরাইদ ইউপি কার্যালয়ের পাশে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে আনোয়ার বেপারির জমি। গড়ে তুলেছে ছয়তলা ভবন। আনোয়ার স্ট্রোকে আক্রান্ত হয়ে দু’সপ্তাহ আগে মারা গেছে।

মাদকের বিরুদ্ধে লোক দেখানো কথা বললেও জাহাঙ্গীর আলমের স্বজনরাই এই ব্যবসায় জড়িত। ইয়াবাসহ ধরা পড়ে তার দুই নিকটাত্মীয় এখন জামিনে। তার পরিবারের সদস্যরা কিছুদিন আগে প্রতিবেশীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এর ভিডিও চিত্র ইউটিউবে রয়েছে। এ ঘটনায় র‌্যাব জাহাঙ্গীরকে ধরে নিয়ে যায়। তার চাঁদাবাজির ভিডিও চিত্র দুটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে।

এছাড়া স্থানীয় বালু নদীতে চলাচলকারী বালু বোঝাই প্রতিটি জাহাজ থেকে তার লোকজন ৫শ’ টাকা করে চাঁদা তুলছে প্রতিদিন। এ নদীতে দৈনিক শতশত বালু বোঝাই জাহাজ চলাচল করে। চাঁদা দিতে অস্বীকার করলে লাঠি দিয়ে পেটানো হয় বালু শ্রমিকদের। এনিয়ে একটি বেসরকারী টেলিভিশনে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

এতসব কিছুর পর সাধারণ মানুষের সামনে এখন একটাই প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কী জাহাঙ্গীর আলমের মত দুর্নীতিবাজদের জন্যই সিটি নির্বাচন স্থগিত করা হলো? লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হলো?

ভিডিওতে দেখুন তার দুর্নীতির চিত্র

গো নিউজ২৪/আই   

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়