ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লর্ড কার্লাইলকে দেশে ঢুকতে দেয়া হবে না


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৩, ২০১৮, ০৯:৪৬ পিএম
লর্ড কার্লাইলকে দেশে ঢুকতে দেয়া হবে না

ঢাকা : যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতাকারী আইনজীবী লর্ড কার্লাইলকে বেগম খালেদা জিয়ার মামলার আইন উপদেষ্টা নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন গৌরব ’৭১। শুক্রবার বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরী, কবি অসীম সাহা, সাংবাদিক আনিস আহমেদ, সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, কবি আসলাম সানী, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি শেখ আবদুল্লাহ আল মামুন, ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্টের সভাপতি অনিমেষ রহমান বক্তব্য রাখেন।

মানববন্ধনে বরেণ্য চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরী বলেন, ‘আমরা কোনো দলের বিরুদ্ধে নই, লর্ড কার্লাইল নামে যে আইনজীবী মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী তাকে আমরা এ মুক্তিযুদ্ধের দেশে ঢুকতে দেবো না।

বিএনপির উদ্দেশে কামাল পাশা চৌধুরী বলেন, সুবিচারের কথা বলে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী লর্ড কার্লাইলকে আপনাদের দলনেতার মুক্তির জন্য আইন উপদেষ্টা নিয়োগ করলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীতে আর কোনো ভালো আইনজীবী আপনারা খুঁজে পাননি? এ রকম বিতর্কিত লোককে আইনজীবী হিসেবে নিয়োগ দিতে আপনাদের লজ্জা করলো না?

কামাল পাশা বলেন, আমরা চোর-পুলিশ খেলতে চাই না। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করবে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এ বিশ্বাসে আঘাত হানলে তার সমুচিত জবাব দেয়া হবে।

কবি অসীম সাহা বলেন, লর্ড কার্লাইলকে জলে, স্থলে কিংবা আকাশ কোনো পথেই এদেশে আসতে দেয়া হবে না। আমরা বাঙালিরা অতিথিপরায়ণ হলেও আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাতকারীদের সহ্য করতে পারি না।

তিনি বলেন, বাংলাদেশের সব আন্দোলনে কবিরা অগ্রণী ভূমিকা রেখেছিল। কবিদের কলম যখন আগুন হয়ে ওঠে তখন তা অস্ত্রের চেয়ে শক্তিশালী রূপ ধারণ করে।


গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়