ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাইকেলে চেপে সিএমএম কোর্টে খালেদার জামিন আদেশ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৮:৪৬ পিএম
সাইকেলে চেপে সিএমএম কোর্টে খালেদার জামিন আদেশ

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের কপি সিএমএম কোর্টে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকাল পাঁচটা ৪২ মিনিটে হাইকোর্ট বিভাগের ডেসপাস (আদান প্রদান) সেকশনের অফিস সহায়কের তাইজউদ্দিন বাইসাইকেল দিয়ে জামিন আদেশের কপি সিএমএম কোর্টে নিয়ে যান।

সন্ধ্যা ৬টার দিকে সিএমএম কোর্টের জুডিশিয়াল পেশকার জামিন আদেশের কপি বুঝে নেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান।

রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবীরা। ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে এই মামলার আপিল আবেদনে ৪৪টি  যুক্তি তুলে ধরেন খালেদা জিয়ার আইনজীবীরা।

আদালত শুনানি শেষে ১৫ কার্য দিবসের মধ্যে মামলার নথি তলব করেন। নিম্ন আদালত থেকে সেই নথি ১১ মার্চ রোববার দুপুরের পর উচ্চ আদালতে এসে পৌঁছায়। তবে এদিনই জামিন বিষয়ে আদেশ ঘোষণার পূর্ব নির্ধারিত তারিখ নির্ধারিত ছিল আদালতের। এদিন সকালে আদালত যথারীতি বসলেও নথি পর্যালোচনার জন্য আদেশ ঘোষণা আরও একদিন পিছিয়ে সোমবার তারিখ নির্ধারিত করেন। 

সোমবার খালেদা জিয়ার কম সাজা, স্বাস্থ্যগত অবস্থা, বয়স ইত্যাদি বিবেচনাসহ পেপারবুক তৈরি না হওয়ায় তাকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। 

এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার জজের কাছে আপিল করলে মঙ্গলবার বিচারক খালেদা জিয়ার জামিন বহাল রেখে বিষয়টি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের ফুল বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর খালেদা জিয়াকে জামিন দেওয়ার আদেশ হাইকোর্ট থেকে নিম্ন আদালতে পাঠানো হয়। 

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়