ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পবিত্র কোরআন’কে দলীয় প্রতীক চেয়ে ইসিতে আবেদন


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৯:২৭ পিএম
পবিত্র কোরআন’কে দলীয় প্রতীক চেয়ে ইসিতে আবেদন

ঢাকা : মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ‘বাংলাদেশ ইসলামীক গাজী নামের একটি দল।

এছাড়া ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ চেয়েছে তালগাছ, বাংলাদেশ কংগ্রেস বই; নাকফুল বাংলাদেশ চেয়েছে নাকফুল, সিংহ প্রতীক চেয়ে আবেদন করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ ও বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি (বিএসডিপি)।

মোবাইল প্রতীক চেয়েছে বাংলাদেশ আলোকিত পার্টি ও জনস্বার্থে বাংলাদেশ, পালকী প্রতীক চেয়েছে বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি (বিপিডিপি), তৃণমূল ন্যাশনাল পার্টি ও বাংলাদেশ সততা দল (বিএইচপি) নামে দুটি দল একই প্রতীক আনারস চেয়েছে।

বাংলাদেশ সত্যব্রত আন্দোলন চেয়েছে একতারা, বঙ্গবন্ধু দুঃস্থ ও প্রতিবন্ধী ‍উন্নয়ন পরিষদ চেয়েছে হুইল চেয়ার, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি সোনালী আঁশ/পাটগাছ প্রতীক চেয়ে আবেদন করেছে।

কুড়াল/হারিকেন প্রতীক চেয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ; ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ ঠেলাগাড়ি, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) সাইকেল, রিকশা প্রতীক চেয়েছে গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), ঝাড়ু প্রতীক চেয়েছে বাংলাদেশ ঘুষ নির্মূল পার্টি (বিজিএনপি), রেলগাড়ি প্রতীক চেয়েছে গণসংহতি বাংলাদেশ আর চাঁদ প্রতীক চেয়ে আবেদন করেছে বাংলাদেশ শান্তির দল।

এছাড়া বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট, ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী ন্যাপ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন (বিএমএ), সোনার বাংলা উন্নয়ন লীগসহ বেশ কয়েকটি দল কোনো প্রতীক চায়নি।

বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মতো দেখতে গমের শীষ ও গমের ছড়া, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মতো দেখতে পানির জাহাজ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে নতুন রাজনৈতিক দল। 

যদি এর মধ্যে বেশিরভাগ প্রতীক নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নয়।

বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মতো দেখতে গমের ছড়া ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) দলীয় প্রতীক হাতপাঞ্জা প্রতীক চেয়ে নতুন দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছে বাংলাদেশ তৃণমূল কংগ্রেস।

এছাড়া হাত (পাঞ্জা) প্রতীক চেয়ে আবেদন করেছে আরেকটি দল বাংলাদেশ হিন্দুলীগ।

এছাড়া গমের শীষ প্রতীক চেয়ে নিবন্ধনের আবেদন করেছে বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি)। এ বিষয়ে দলটির মহাসচিব মো. আবুল কাশেম বলেন, নির্বাচন কমিশনের নির্বাচনী প্রতীকের তালিকায় গমের শীষ মনে হয় নেই। এটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে।

লিবারেল পার্টি-এলপি’র চেয়ারম্যান এইচএমএম ইরফান বলেন, আমরা কমিশনের শর্ত পূরণ করে আবেদন করেছি। দলীয় প্রতীক চেয়েছি পানির জাহাজ।

পানির জাহাজ প্রতীক কমিশনের নির্ধারিত প্রতীকের তালিকায় নেই। তাছাড়া এটি আওয়ামী লীগের প্রতীকের সঙ্গে সাঙ্ঘর্ষিক কি না জানতে চাইলে তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় যে নেই, বিষয়টি আমাদের জানা নেই। আর আওয়ামী লীগের প্রতীক নৌকা, তাই আমাদের প্রতীকের নাম বা দেখতেও নৌকার মতো নয়। নির্বাচন কমিশন বললে প্রতীক পরিবর্তন করে অন্যটি চাইবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে ইসি। প্রথম বছরে ১১৭টি আবেদন জমা পড়ে। এর মধ্যে শর্ত পূরণ সাপেক্ষে ৩৯টি দল নিবন্ধন পায়। এর মধ্যে স্থায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে না পারায় ২০০৯ সালে ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করে ইসি। আর আদালতের আদেশে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ হয়।

এছাড়া ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) নামে নতুন একটি দলের নিবন্ধন দেয়া হয়। বর্তমানে ইসির নিবন্ধনে ৪০টি রাজনৈতিক দল রয়েছে।

 

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়