ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার আইনজীবীরা বেকুব!


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ০২:৪৪ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ০৮:৪৫ এএম
খালেদার আইনজীবীরা বেকুব!

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যারা আইনজীবী ছিলেন তাদের বেকুব বললেন জাফরুল্লাহ চৌধুরী।

সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন।

তিনি  আরও বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে দেয়া রায়ের অনুলিপি পেতে বিলম্বের জন্য তার আইনজীবীরা দায়ী।

রায়ের পর পর কপি পেতে আবেদন না করে নামিদামি আইনজীবীরা যে এমন ‘মূর্খতার’ পরিচয় দেবেন, সেটা তিনি ভাবতে পারেননি। তার মতে আইনজীবীরা বেকুবের মতো কাজ করেছেন।

তিনি বলেন, এটা দুইটা কারণে হয়েছে, একটা হলো বিএনপির আইনজীবিদের মূর্খতা, আমি আশ্চর্য হয়েছি। বিএনপির এতো বড় বড় আইনজীবী আছেন, আমরাও এসব মামলা ফেস করেছি। আইনজীবীরা বলত এক মিনিটও দেরি হয় না যেন। সাজা হলেই বলত, স্যার কাগজটা দেন ওপরের কোর্টে যাব। সঙ্গে সঙ্গে আমরা জেলা কোর্টে যেতাম, বিকালে জামিন হতো। এটা শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যেই আছে। সকালে ম্যাজিস্ট্রেট শাস্তি দিয়েছে, বিকালে জেলা জজ জামিন দিয়েছে।

জাফরুল্লাহ বলেন, এতে সরকারের চতুরতা আছেই, বিএনপিকে আরও বেশি সতর্ক হতে হতো। কারণ বৃহস্পতিবার মানেই তিন দিন আটকাতে চাচ্ছে। আমিও খালেদা জিয়াকে বলেছিলাম আপনাকে হয়তো তিন চার দিন জেলে থাকতে হতে পারে। আমি ভাবতে পারি নাই বিএনপির আইনজীবীরা এতোটা বেকুব। তাদের প্রস্তুতিটা আমার কাছে একটু কষ্টদায়ক মনে হয়েছে। সার্টিফায়েড কপি দেরি হওয়ার পেছনে বিএনপির আইনজীবীদের ব্যর্থতাই দায়ী। নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বিএনপির আইনজীবীরা।

গো নিউজ২৪/আই

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়