ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পুলিশ মিডিয়াকে ফলো করে


গো নিউজ২৪ | ফরহাদুজ্জামান ফারুক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০৮:৫১ পিএম
পুলিশ মিডিয়াকে ফলো করে

পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ বলেছেন, আমরা (পুলিশ) মিডিয়াকে ফলো করি। ‘টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কারণে দেশ আরো এগিয়ে যাচ্ছে। সামনের দিনে মিডিয়া যতো উন্নত হবে দেশের অগ্রযাত্রা ততোই বেড়ে যাবে।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে রংপুর মহানগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির ষষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত ডিআইজি এসব কথা বলেন।

বশির আহমেদ বলেন, ‘মানুষ সাংবাদিকদেরকে বিশ^াস করে। কারণ তারা সমাজের লুকায়িত ঘটনার আড়ালের খবরও জনসম্মুখে তুলে ধরেন। এজন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দরকার। যতো বেশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে, ততোই সংবাদ কর্মীদের ওপর মানুষের আস্থা বাড়বে।’ এসময় তিনি দেশ, জাতি ও সমাজের মঙ্গল ও উন্নয়নের স্বার্থে গণমাধ্যমের সকল কর্মীকে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে এশিয়ান টিভির রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক ফিরোজ কবির মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, সাইফুর রহমান সাইফ (এ সার্কেল), কোতয়ালী থানার অফিসার ইনচার্জ বাবুল মিঞা, সিনিয়র এসআই হারেস শিকদার, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনসারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১’টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ, রংপুর চেম্বারের পরিচালক প্রণয় বণিক প্রমুখ।

এরআগে কেক কেটে এশিয়ান টিভির পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সুচনা করেন অতিথিরা। পরে তারা বর্ষপূর্তি নিয়ে তাদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় ভিডিও জার্নালিষ্ট এ্যসোসিয়েশন, কারমাইকেল কলেজের সাংস্কৃতিক সংগঠন কাকাশিস, রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলার চোখ, এশিয়ান ট্যুর এন্ড ট্রাভেলসসহ বিভিন্ন সংগঠন এশিয়ান টেলিভিশনের রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানী ও ক্যামেরা পার্সন একেএম সুমনকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে দৈনিক অর্জন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর সরকার, এটিএন বাংলার রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, একুশে টিভির লিয়াকত আলী বাদল, বৈশাখী টিভির আফতাব হোসেন, দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব, সাব এডিটর ও আমাদের সময় রংপুর জেলা প্রতিনিধি নজরুল মৃধা, মাছরাঙ্গা টিভির রফিক সরকার, দৈনিক যায়যায়দিনের রংপুর প্রতিনিধি আবেদুল হাফিজসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়