ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে র‌্যাব-দস্যু বাহিনীর গুলাগুলি, নিহত ৩


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৮, ১০:১৫ এএম
সুন্দরবনে র‌্যাব-দস্যু বাহিনীর গুলাগুলি, নিহত ৩

সুন্দরবনে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই জলদস্যু বাহিনী প্রধান সুমন বাহিনীর তিন সক্রিয় সদস্য বলে র‌্যাব দাবি করেছে। এসময় বেশকিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুখপাড়ারচর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত দস্যুরা হলো মো. জাকারিয়া সরদার(৩০), মো. জুলফিকার শেখ(৩৫), মো. খোকন মিনা(৪৩)। তবে তাদের বাড়ি কোথায় তা র‌্যাব জানাতে পারে নি।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একনলা বন্দুক দুটি, কাটা রাইফেল একটি, পাইপগান একটি ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৯ রাউন্ড গুলি।

র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স এই প্রতিবেদককে বলেন, জলদস্যু বাহিনী প্রধান সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুখপাড়ারচর এলাকায় অবস্থান করছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি ওই এলাকায় অভিযানে যায়।

এসময় সুমন বাহিনীর সদস্যরা র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে র‌্যাবের উপর গুলি ছুড়তে শুরু করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় চল্লিশ মিনিট বন্দুকযুদ্ধের একপর্যায়ে জলদস্যুরা পিছু হটে বনের গহীনে চলে যায়। পরে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাসি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ও বেশকিছু অস্ত্র গুলি উদ্ধার করে।

 সকাল ৮টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে। গোলাগুলি থেকে গেলে নদীখালে মাছ ধরা জেলেরা সেখানে এসে তিনজনকে সুমন বাহিনীর সদস্য বলে সনাক্ত করেন।

সুমন নামে এক যুবক নিজ নামে বাহিনী গড়ে তুলে সুন্দরবন ও বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে দাবি করেন র‌্যাবের ওই কর্মকর্তা।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়