ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

২৭ টাকা দরে মালিকরা আলু বিক্রি না করলে বেচে দেবে সরকার


গো নিউজ২৪ | গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১০:১৯ এএম
২৭ টাকা দরে মালিকরা আলু বিক্রি না করলে বেচে দেবে সরকার

২৭ টাকা দরে মালিকরা আলু বিক্রি না করলে বেচে দেবে সরকার এমনটি জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, রবিবার থেকে হিমাগারে রাখা আলু ২৭ টাকা দরে বিক্রি করতে হবে মালিকদের। যদি কোনও আলু ব্যবসায়ী তা বিক্রি না করেন, তাহলে সরকার ২৭ টাকা দরে সেই আলু বিক্রি করে মালিকদের টাকা বুঝিয়ে দেবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ভোক্তা অধিদফতরের মহাপরিচালক।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকারের অনেক ক্ষমতা আছে। চাইলে সরকার আলু অধিগ্রহণ করে বেচে দিতে পারে। কিন্তু সরকার তার ক্ষমতা দেখাতে চায় না। তাই ব্যবসায়ীদের অনুরোধ করবো, ২৭ টাকা দরে পাইকারি এবং ৩৫-৩৬ টাকায় খুচরায় আলু বিক্রি করে দিন। এরপরও কেউ না মানলে ব্যবস্থা নেবো।

সভায় সাংবাদিকসহ উপস্থিত সবাইকে ভোক্তা অধিদফতরের মহাপরিচালক জানান, মুন্সীগঞ্জের ৬০টি হিমাগারে এখনও সাড়ে তিন লাখ টন আলু মজুত আছে। খুচরা বিক্রেতাদের অনুরোধ করছি, যদি পাইকারিতে ২৭ টাকা দরে আলু কিনতে না পারেন, তাহলে ইউএনওদের সঙ্গে যোগাযোগ করবেন। এরপর ২৭ টাকায় আলু কিনে দেওয়ার ব্যবস্থা করবে উপজেলা প্রশাসন। আমরা তাদের বিষয়টি বলে রেখেছি।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী, ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, ক্যাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, বীর মু্ক্তিযোদ্ধা কাদের মোল্লা ও আলু ব্যবসায়ীরা।

এর আগে দুপুরে মুন্সীগঞ্জের মুক্তারপুরে রিভারভিউ কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে রসরাজ বাবু নামে এক আলু ব্যবসায়ীর ১০ হাজার বস্তা আলু হেফাজতে নিয়ে ২৭ টাকা দরে বিক্রি করে দেওয়ার নির্দেশ দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক।

গোনিউজ২৪/আর এ জে

জাতীয় বিভাগের আরো খবর
স্ত্রী-সন্তানরা পশ্চিমা দেশগুলোতে, ভিসানীতিতে বিপাকে সরকারি কর্মকর্তারা

স্ত্রী-সন্তানরা পশ্চিমা দেশগুলোতে, ভিসানীতিতে বিপাকে সরকারি কর্মকর্তারা

কোন লুকোচুরিতে গ্রামে লোডশেডিং ১২-১৪ ঘণ্টা

কোন লুকোচুরিতে গ্রামে লোডশেডিং ১২-১৪ ঘণ্টা

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ সারাদেশ

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ সারাদেশ

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যা বলা হচ্ছে সত্যি ঘটনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যা বলা হচ্ছে সত্যি ঘটনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে চলতি মাসেই ঘূর্ণিঝড়-বন্যার শঙ্কা

দেশে চলতি মাসেই ঘূর্ণিঝড়-বন্যার শঙ্কা

সরকারি চাকরিজীবীদের নানান সুবিধা দেওয়ার পরও চাহিদার শেষ নাই

সরকারি চাকরিজীবীদের নানান সুবিধা দেওয়ার পরও চাহিদার শেষ নাই