ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

১০ বছর চাঁদা দিলেই মিলবে আজীবন পেনশন


গো নিউজ২৪ | গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৪:৫৩ পিএম আপডেট: জুন ১, ২০২৩, ১০:৫৩ এএম
১০ বছর চাঁদা দিলেই মিলবে আজীবন পেনশন

১০ বছর পর্যন্ত চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন সুবিধাভোগীরা। দেশের বাইরে কর্মরত বাংলাদেশি নাগরিকরাও অংশগ্রহণ করতে পারবেন এ স্কিমে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সংসদে 'সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ পাস হয়েছে। ২০২৩-২৪ অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে। প্রস্তাবিত স্কিমে অন্তর্ভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের অধিক বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।

এতে প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকগরাও অংশগ্রহণ করতে পারবেন। পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি পেনশনারের ৭৫ বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।

তিনি বলেন, চাঁদাদাতা কমপক্ষে ১০ বছরের চাঁদা প্রদান করার পূর্বেই মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ নমিনিকে ফেরত দেওয়া হবে। চাঁদাদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসাবে উত্তোলন করা যাবে। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য হবে এবং এর বিপরীতে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। এছাড়া, মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।

তিনি আরও বলেন, শিগগিরই একটি পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এ কর্তৃপক্ষকে কার্যকর করা হবে।

গোনিউজ২৪/আর এ জে

জাতীয় বিভাগের আরো খবর
স্ত্রী-সন্তানরা পশ্চিমা দেশগুলোতে, ভিসানীতিতে বিপাকে সরকারি কর্মকর্তারা

স্ত্রী-সন্তানরা পশ্চিমা দেশগুলোতে, ভিসানীতিতে বিপাকে সরকারি কর্মকর্তারা

কোন লুকোচুরিতে গ্রামে লোডশেডিং ১২-১৪ ঘণ্টা

কোন লুকোচুরিতে গ্রামে লোডশেডিং ১২-১৪ ঘণ্টা

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ সারাদেশ

ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকাসহ সারাদেশ

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যা বলা হচ্ছে সত্যি ঘটনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে যা বলা হচ্ছে সত্যি ঘটনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে চলতি মাসেই ঘূর্ণিঝড়-বন্যার শঙ্কা

দেশে চলতি মাসেই ঘূর্ণিঝড়-বন্যার শঙ্কা

সরকারি চাকরিজীবীদের নানান সুবিধা দেওয়ার পরও চাহিদার শেষ নাই

সরকারি চাকরিজীবীদের নানান সুবিধা দেওয়ার পরও চাহিদার শেষ নাই