ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রাহায়ণ ১৪৩০

জায়েদা খাতুনের জয়, নাকি সরকারের?


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৬:২৫ এএম আপডেট: মে ২৬, ২০২৩, ১২:২৫ এএম
জায়েদা খাতুনের জয়, নাকি সরকারের?

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিরব ভোটে মেয়র পদে জয় পেলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। স্বতন্ত্র এই প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জায়েদা খাতুন।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গাজীপুর সিটিতে অবাধ ও সুষ্ঠু ভোট করতে সক্ষম হয়েছে। রাতে গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ফল ঘোষণার শেষ মুহূর্তে তিনি এ মন্তব্য করেন।

ফরিদুল ইসলাম বলেন, দেশের মানুষ আজ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের দিকে তাকিয়ে ছিলেন। এখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছে ইসি। এটা একমাত্র আপনাদের সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। আইন মেনে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনার যে সহযোগিতা করেছেন তা উদাহরণ হয়ে থাকবে।

ভোটারদের ধন্যবাদ দিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অমায়িক ব্যবহার করেছেন। আমার ব্যক্তিগতভাবে সব পর্যায়ে লোকজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নতুন মেয়র হিসেবে জায়েদা খাতুনে নাম ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার ছেলে ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের নির্বাচনে নৌকার জয় হয়েছে, ব্যক্তির পরাজয় হয়েছে।

তবে সামাজিক মাধ্যমগুলোতে চর্চা চলছে এ নির্বাচনে জায়েদা খাতুন নয়, জিতেছে সরকার। কেননা আগামী সংসদ নির্বাচনের আগে এমন একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন ছিল।

জাতীয় বিভাগের আরো খবর
বিএনপি মার্চ মাসের দিকে দেশে দুর্ভিক্ষ ঘটাবে: প্রধানমন্ত্রী

বিএনপি মার্চ মাসের দিকে দেশে দুর্ভিক্ষ ঘটাবে: প্রধানমন্ত্রী

১৩১ জন বিদেশি পর্যবেক্ষক নিবন্ধন করেছেন, সবচেয়ে বেশি উগান্ডার

১৩১ জন বিদেশি পর্যবেক্ষক নিবন্ধন করেছেন, সবচেয়ে বেশি উগান্ডার

সারাদেশে ৩৩৮ থানার ওসিকে একযোগে বদলি, কে কোথায় গেলেন (তালিকা)

সারাদেশে ৩৩৮ থানার ওসিকে একযোগে বদলি, কে কোথায় গেলেন (তালিকা)

বৃষ্টি কখন থামবে, জানালো আবহাওয়া অফিস

বৃষ্টি কখন থামবে, জানালো আবহাওয়া অফিস

সারা দেশের ৩৩৮ থানার ওসি ও ১৫৮ জন ইউএনও বদলি হচ্ছেন

সারা দেশের ৩৩৮ থানার ওসি ও ১৫৮ জন ইউএনও বদলি হচ্ছেন

আবারও বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

আবারও বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা