ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তুলা মার্কেটের নিচ তলা বৈধ, ভেঙে ফেলা হচ্ছে অবৈধ ২য়-৩য় তলা


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৬:০৪ পিএম আপডেট: নভেম্বর ৭, ২০২২, ১২:০৪ পিএম
তুলা মার্কেটের নিচ তলা বৈধ, ভেঙে ফেলা হচ্ছে অবৈধ ২য়-৩য় তলা

ঢাকা: নকশাবহির্ভূতভাবে নির্মাণের কারণে রাজধানীর নীলক্ষেতের রোডসাইড মার্কেটের (তুলা মার্কেট) দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রোববার (৬ নভেম্বর) দুপুরে এ অভিযান শুরু হয়। 

জানা গেছে, দ্বিতীয় ও তৃতীয় তলায় নকশাবহির্ভূত ১৪৮টি দোকান নির্মাণ করা হয়। একই সাথে নিচ তলায়ও অবৈধভাবে দুটি দোকান নির্মাণ করা হয়। 

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। 

তিনি বলেন, নীলক্ষেত সিটি করপোরেশনের বৈধ মার্কেটে (তুলা মার্কেট নামে পরিচিত) ৩৫টি বৈধ দোকানের ওপরে অবৈধভাবে দেড় শতাধিক দোকান তৈরি করা হয়েছে বিভিন্ন সময়ে। এটা নজরে আসার পর যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেয়রের নির্দেশ মতো আমরা এ অবৈধ দোকানগুলো উচ্ছেদ করছি।

তিনি আরও বলেন, এই মার্কেটের দুই তলা ও তিন তলা তৈরিতে কোনো প্রকৌশল নিয়ম মানা হয়নি। ফলে প্রকৌশলীরা মেয়রকে বিষয়টি অবহিত করেছেন ঝুঁকিপূর্ণ বলে। সুতরাং এটি মেয়রের অনুমতি ছাড়া নির্মাণ করা হয়েছে। 

রোববার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মার্কেটের পশ্চিম পাশ থেকে হুইল এক্সকাভেটর দিয়ে অবৈধ দোকানগুলো গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়।

দেখা গেছে, মার্কেট ভাঙার জন্য সিটি করপোরেশন থেকে একটি পে-লেডার, একটি হুইল এক্সকাভেটর, হাইড্রলিক লেডার এবং ২টি ড্রাম ট্রাক আনা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার জন্য পুলিশের ২২ জন সদস্য ছিলেন ম্যাজিস্ট্রেটের সঙ্গে। এছাড়াও ছিল একটি অ্যাম্বুলেন্স।

এর আগে সকাল থেকে দুই ও তিনতলায় সিটি করপোরেশনের ৫০ জন কর্মী ভেতরের অংশ ভাঙ্গার কাজ করে।

এদিকে অবৈধ দোকান নির্মাণের বিষয়ে নীচতলার দোকানদার ও মালিকপক্ষ অভিযোগ করে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেটের বর্তমান মালিক সমিতি ২০১২ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নীচতলার মালিকপক্ষ ও পূর্বের মার্কেট মালিক সমিতির সদস্যদের জিম্মি করে সমিতি থেকে হটিয়ে দেয়। পরবর্তীতে অবৈধভাবে দ্বিতীয়-তৃতীয় তলা নির্মাণ করে। এমনকি নীচতলার দোকানদারদের কাছ থেকে প্রতিমাসে চাঁদা আদায় করে থাকে।

দোকান মালিকদের দাবি, মুলত রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ দ্বিতীয়-তৃতীয় তলা নির্মাণ করা হয়েছে।এছাড়া ক্ষমতার দাপট দেখিয়ে নিচতলার দোকানদারদের কাছ থেকে প্রতিমাসে চাঁদা আদায় করা হয়। 

যদিও দোকানিদের অভিযোগের বিষয়ে মার্কেটের বর্তমান মালিক সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।এমনকি অভিযানের সময়ও সমিতির কাউকে সেখানে দেখা যায়নি।

দোকানিরা বলেন, করোনার কারণে আমাদের বড় ধরণের ক্ষতি হয়েছে। বর্তমানে অবৈধ দ্বিতীয়-তৃতীয় তলা উচ্ছেদ অভিযানের কারণে ব্যবসা বন্ধ। আমরা এর প্রতিকার চাই, ক্ষতিপূরণ চাই।

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়