ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইভ্যালি নিয়ে হতাশ মাহবুব কবীর, দিলেন নতুন  ইঙ্গিত


গো নিউজ২৪ | জাতীয় প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ১০:৫৯ পিএম
ইভ্যালি নিয়ে হতাশ মাহবুব কবীর, দিলেন নতুন  ইঙ্গিত

ইভ্যালি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন। সাবেক এ অতিরিক্ত সচিব বৃহস্পতিবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিজের হতাশার কথা জানান। তিনি বলেন, ‘এখন কোম্পানিটি ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ পোস্টে শুক্রবার বিকাল পর্যন্ত হাজারের অধিক ফেসবুক ব্যবহারকারী তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। 

মাহবুব কবীর লিখেছেন, ‘কোম্পানি রান করবে, না দেউলিয়া ঘোষিত হবে সে সিদ্ধান্ত নেবে একমাত্র ব্যবস্থাপনা পরিচালক। মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশে সুস্পষ্টভাবে সেটাই বলা আছে। কোম্পানি রান করার বিন্দুমাত্র সুযোগ থাকলে তার চেষ্টা না করে কোনো অবস্থাতেই লাখ লাখ মানুষকে পথে বসানোর সিদ্ধান্ত দেবে না ব্যবস্থাপনা পরিচালক।’

‘আমি কোম্পানির টাকায় এক কাপ চা-ও খাইনি, খাবও না। বিনা পারিশ্রমিকে নিজের গাড়ি, তেল-মবিল পুড়িয়ে অফিস করছি। এখান থেকে বের হওয়ার দিন পর্যন্ত মানুষের কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাব। গালাগাল খুব করে করতে থাকুন, যাতে আমার দ্রুত এখান থেকে বের হয়ে যাওয়ার পথ ত্বরান্বিত হয়। অনেক কিছুই গুছিয়ে এনেছি। আল­াহপাক আপনাদের হেফাজত করুন।’

‘আমি একা এই অফিস ঝাড়ু দিয়েছি। ২০-২৫ দিন শুধু একা অফিস করেছি। দ্বিতীয় কেউ ছিল না। বাসায় গিয়ে রাত ১২টা পর্যন্ত কাজ করেছি গত দুই মাস ধরে। অনেক কিছুই গুছিয়ে এনেছিলাম। আহা! আমাকে করা গালাগালের ভাষাগুলো দেখছি আর চরমভাবে অসুস্থ হয়ে পড়ছি। ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কোনো অপশন নেই।’ 

ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে কোনো কথা তো বলব না। কথা বলার মতো অবস্থানেও নেই আমি। জানি না কী হবে।’

দায়িত্ব পেয়ে ইভ্যালি গ্রাহকদের উদ্দেশে ২৬ অক্টোবর ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেছিলেন, ‘যা কিছু দেখবেন, শুনবেন, জানবেন- আতঙ্কিত বা হতাশ হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। কষ্ট যা হবে, আমার হবে। হয়তো তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।’

প্রতারণার অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন গ্রেফতার হন। কোম্পানিটির কাছে গ্রাহকদের পাওনা অর্থ ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশে ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনার দায়িত্ব নেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ। এ পর্ষদ ইভ্যালির অর্থ ও সম্পদ উদ্ধারে নানামুখী কার্যক্রম নিয়েছে। মাহবুব কবীর মিলনকে পর্ষদের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হয়। 
 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়