ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাড়া নিয়ে বিতণ্ডা, চীনা নাগরিককে গণধোলাই  


গো নিউজ২৪ | জাতীয় ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ১২:৫০ পিএম
ভাড়া নিয়ে বিতণ্ডা, চীনা নাগরিককে গণধোলাই  

ভাড়া নিয়ে বিতণ্ডা। এক পর্যায়ে হাতাহাতি, রিক্সাচালককে মারধর। তার জেরে এক চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন। এই মামলায় আসামি আরও দুজন চীনা নাগরিক পলাতক রয়েছেন। তাঁদের খুঁজছে পুলিশ। উত্তরা ১৩ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের রাস্তায় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে দুই চীনা নাগরিককে এক রিকশা চালককে মারধর করতে দেখে সাধারণ মানুষ। এরপর তাঁদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী রিকশাচালক মিজানুর রহমান বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় ওই রাতেই মামলা করেছেন। এ মামলায় ইউ হাও (৩৬) নামের এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলার আরও জেকি (৪০) ও ওয়েই (৫৪) নামে আরও দুই চীনাকে আসামি করা হয়েছে। তাঁরা দুজন পলাতক রয়েছেন। শনিবার সকালে ইউ হাওকে ঢাকার সিএমএম আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোড থেকে জমজম টাওয়ারের সামনে তিন চীনা নাগরিককে নিয়ে আসেন রিকশাচালক মিজানুর রহমান। ইউ হাও তাঁকে ২০ টাকা ভাড়া দেন। রিকশাচালক মিজানুর রহমান ৩০ টাকা ভাড়া দাবি করলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইউ হাও তাঁকে লাথি মেরে রাস্তায় ফেলে মারধর করতে থাকেন। বিষয়টি দেখে সাধারণ জনগণ এগিয়ে গেলে ইউ হাও ছুরি বের করে রিকশাচালকের হাতে আঘাত করেন। তখন উত্তেজিত জনতা তাঁদের গণধোলাই দেয় এবং হাওকে পুলিশে সোপর্দ করেন। এই ফাঁকে বাকি দুজন পালিয়ে যান।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ শরীফ বলেন, ‘উত্তরা ১৩ নম্বর সেক্টরে ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জের ধরে চীনা নাগরিকেরা এক রিকশাচালককে মারধর করেন। বিষয়টি উপস্থিত জনতা দেখতে পেয়ে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ভুক্তভোগী রিকশাচালক তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে একটি মামলা করেছেন। ওই মামলায় এক চীনা নাগরিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাকি দুই চীনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়