কলা মেখে সুন্দরী


প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৫, ১০:২৭ পিএম
কলা মেখে সুন্দরী

রপচর্চার উপকরণ নিয়ে প্রায়ই বলতে শোনা যায়, অনেক বেশি দাম। আবার দাম দিয়ে কিনেও কেউ কেউ উপকার পান না। আসলেই কি উজ্জ্বল ও কোমল ত্বকের জন্য দামি প্রসাধনী দরকার! কিন্তু একটি ফল যার নাম কলা। যা সহজলভ্য এবং সারা বছরই পাওয়া যায়, এমনকি কলা খেতে পছন্দ করে না— এমন মানুষ কমই পাওয়া যায়। আসুন ঝটপট ত্বকে ব্যবহারযোগ্য পাঁচটি প্যাকের কথা জেনে নিই—

 

শুকনো ত্বক : একটি পাকা কলার অর্ধেক চটকে নিন। তাতে মধু যোগ করুন। এরপর মুখে ও গলায় মাখুন। ২০-২৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

উজ্জ্বল ত্বক : চটকানো পাকা কলার সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখ ও গলায় ব্যবহার করুন। ২০ মিনিট পর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ন্যাচারাল স্ক্রাব : চটকানো পাকা কলা ও চিনি মিশিয়ে চক্রাকারে মাখুন। ত্বকের আদ্রতা বাড়বে। দূর হবে মরা ত্বক। 

ত্বকের বয়স কম দেখাতে :  চটকানো এভাকোডা ও কলা মুখে ব্যবহার করুন। ২০ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন।

ফোলা চোখ : চোখের চারপাশে ফোলা ভাব নিশ্চয় ভালো লাগে না। দ্রুত সমাধান হিসেবে কলা তো রয়েছেই। একটা কলার অর্ধেক চটকে নিন। চোখের চারপাশে ব্যবহার করুন। ঠাণ্ডা পানি দিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

কে/রোজ

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর