গয়নার যত্নয়াত্তি


প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৬, ১০:২০ পিএম
গয়নার যত্নয়াত্তি

আমরা বিভিন্ন সময় গয়না কিনলেও হয়ত তার ঠিকমত যত্ন নেয়া হয় না।ফলে সে তার স্বাভাবিক সৌন্দর্য হারায়।কিন্তু দামি আর শখের গয়না হুটহাট তো আর ফেলে দেয়া যায় না।তাই ব্যবহারের আগে,পরে এর বিশেষ কিছু যত্ন নিলে আমরা আমাদের পুরানো গয়নায় ফিরিয়ে আনতে পারি চমক।


আর এর জন্য রয়েছে কিছু টিপসঃ

১।সোনার গয়না দীর্ঘদিন ধরে ব্যবহার করলে ঔজ্জ্বল্য হারিয়ে যায়। ব্যবহার করার পর সিঁদুর মাখিয়ে রাখবেন। চকচক করবে। কুমড়োর রস দিয়েও গয়না পরিষ্কার করা যায়।

২। বিয়ে বাড়িতে বা পার্টিতে যেদিন যাবেন, সোনার গয়নাগুলো কাঁচা হলুদ থেঁতো করে বা হলুদ গুঁড়ো জলে গুলে এক ঘণ্টা ভিজিয়ে ভাল করে মুছে নেবেন। উজ্জ্বলতা বাড়বে।

৩। আপনার সোনা-রূপোর গয়না টুথপেস্ট দিয়ে ঘষে নিন। জল দেওয়ার দরকার নেই। শুকনো কাপড়ে পেস্ট মুছে ফেলুন। দেখুন ঝকমকিয়ে উঠবে আপনার গয়না।

৪। রূপোর জিনিস জলের সঙ্গে নুন আর রিঠা দিয়ে মিনিট পনেরো ফোটালে রূপোর স্বাভাবিক রং ফিরে আসে

৫। পাথরের গয়না টুথপেস্ট ঘষে পরিষ্কার করুন। নতুনের মত ঝলমল করবে।

 

গো-নিউজ২৪/সিরাজী শাহরিন/এমএইচএস
 

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর