শাহনাজের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলো উবার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৮:০৭ পিএম
শাহনাজের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলো উবার

স্কুটি চালিয়ে জীবিকা নির্বাহকারী সেই শাহনাজ আক্তারের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলো উবার। মঙ্গলবার দুপুরে শাহনাজ আক্তার গণমাধ্যমকে বলেন, দুই দিন আগে উবার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কার্যালয়ে ডাকে। 

সেখানে শাহনাজের দুই মেয়ের এক বছরের পড়াশোনার খরচের দায়িত্ব নেয় উবার। ইতোমধ্যে তার মেয়েদের স্কুলে উবার মাসিক বেতন দিয়েও দিয়েছে বলে জানান তিনি।

শাহনাজের আক্তারের বড় মেয়ে লামিয়া আক্তার নবম শ্রেণিতে পড়েন এবং তার ছোট মেয়ে শারিকা ইসলাম পড়েন প্রথম শ্রেণিতে।   

মোবাইল ফোনের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবারের অধীনে স্কুটি চালান শাহনাজ। স্কুটিটি যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। গত ১৫ জানুয়ারি আকস্মিকভাবে সেটি চুরি হওয়ার পর গণমাধ্যম ও পুলিশের সহযোগিতায় একদিন পর সেটি আবার ফিরে পান।

গো নিউজ২৪/আই

নারী ও শিশু বিভাগের আরো খবর