নকল করায় চীন কতটা পারদর্শী দেখুন


নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০১৭, ০৮:৫৩ পিএম
নকল করায় চীন কতটা পারদর্শী দেখুন

মোবাইল থেকে শুরু করে মেশিন, বিমান, অস্ত্র, স্থাপনা- সবকিছুই বানাচ্ছে চীন৷ এমনকি নিজের দেশে বিশ্বের বিখ্যাত পর্যটন স্থাপনাগুলো নির্মাণ করেছে চীন, যা দেখলে বিস্ময়ে হতবাক হবেন৷ দেখুন...

চীনের আইফেল টাওয়ার
আইফেল টাওয়ার দেখে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে, স্থানটি কি ফ্রান্সের রাজধানী প্যারিস? কিন্তু আশেপাশের সাইনবোর্ডগুলোর দিকে তাকালে আপনার সেই ভুল ভাঙবে৷ এটি পূর্ব চীনের শহর হাংঝৌ-এর আইফেল টাওয়ার৷

পিরামিড
গিজার পিরামিড দেখতে লাখো পর্যটক প্রতিবছর মিসরে যান৷ হুবহু তেমনই পিরামিড চীনে গিয়েও দেখতে পাবেন৷ চীনের হুবেই প্রদেশে এই পিরামিডের অবস্থান৷

ক্যাপিটল হিল
ক্যাপিটল হিল আসলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত, যেখানে সেদেশের সংসদ অধিবেশন বসে৷ কিন্তু চীনের গুয়াংডং প্রদেশে নির্মিত এর ‘রেপ্লিকা’ দেখে আপনি চমকে যাবেন৷ অনেক পর্যটক এখানে এসে এই ইমারতের ছবি তোলেন৷

লন্ডন ব্রিজ
লন্ডন ব্রিজ দেখতে আপনাকে নিশ্চয়ই লন্ডন যেতে হবে৷ আর যদি চীনের কাছাকাছি থাকেন, তবে সেখানেই চলে যান৷ চীনের শুচোক্ত শহরে এই ব্রিজের দেখা পাবেন৷

এটা লুভরে নয়
যারা প্যারিস ভ্রমণ করেছেন, তারা নিশ্চয়ই এই ছবি দেখে বলবেন, এটা তো লুভরে জাদুঘরের ছবি৷ চীনা বংশোদ্ভূত মার্কিন স্থপতি আইএম পাই চীনের দক্ষিণাঞ্চলে শেনচেন শহরে এই রেপ্লিকা বানিয়েছেন৷

চীনের হোয়াইট হাউজ
চীনে মার্কিন প্রেসিডেন্টের অফিস এবং ভবন হোয়াইট হাউজের রেপ্লিকাও আছে৷ এটি অবশ্য একটি মার্কিন রিয়েল এস্টেট কোম্পানির অফিস৷

গ্রিক পার্থেনন
প্রাচীন গ্রিক মন্দির পার্থেননের রেপ্লিকাও আপনি চীনে দেখতে পাবেন৷ এটি গাংসু প্রদেশে নির্মাণ করা হয়েছে৷ এটি শহরের পর্যটন কেন্দ্রের অংশ৷

পুরো একটা গ্রামের নকল
কেবল একটি স্থাপনা নয়, চীনের গুয়াংডং প্রদেশে অস্ট্রিয়ার একটি গ্রামেরও হুবহু নকল করা হয়েছে৷ অস্ট্রিয়ার হালস্টাটের নকল এটি৷

তথ্য ও ছবি: ডিডব্লিউ

গোনিউজ২৪/এম

পর্যটন বিভাগের আরো খবর