পর্যটকদের সুবিধার্থে কক্সবাজার সৈকতে নতুন এলইডি লাইট স্থাপন


কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০১৬, ০৯:০২ পিএম
পর্যটকদের সুবিধার্থে কক্সবাজার সৈকতে নতুন এলইডি লাইট স্থাপন

পর্যটকদের সুবিধার্থে কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন ৩২টি এলইডি লাইট স্থাপনের মাধ্যমে বীচ এলাকা সম্পূর্ণ আলোকিত করার ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি। শুক্রবার বিকালে কক্সবাজার জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি সমুদ্র সৈকত এলাকায়  ৩২টি এলইডি লাইট পুনস্থাপন করেন।


এ ব্যাপারে কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনোয়ারুল নাছের জানান, নতুনভাবে সজ্জিত ৩২ লাইটে আলোকোজ্জ্বল সমুদ্র সৈকতে সন্ধ্যা বা রাতে পর্যটকরা নির্বিঘ্নে চলাফে্রা করতে পারবেন। এর ফলে কক্সবাজারে দেশী বিদেশী পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য যে, ঘূর্ণিঝড় রোয়ানু-এর আঘাতে ইতোপূর্বে স্থাপিত সবগুলো লাইট নষ্ট হয়ে গিয়েছিল।

গো-নিউজ২৪/চঞ্চল দাশগুপ্ত

পর্যটন বিভাগের আরো খবর