১৯২-এর কাছে হেরে গেল ১৯৩ 


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০১৯, ১০:০৭ পিএম
১৯২-এর কাছে হেরে গেল ১৯৩ 

ভারতের ওপেনিং ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা-শিখর ধাওয়ান গড়েছেন ১৯৩ রানের জুটি।জবাবে ১৯২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়া।তবে সেটা ওপেনিংয়ে নয়।চার নম্বরে ব্যাট হাতে নেমে ওপনার উসমান খাজার সাথে দলের বিপদের সময় ১৯২ রানের জুটি গড়েন হ্যান্ডসকম্ব।

ভারতের চেয়ে ১ রান কমের জুটি গড়েও জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। আর তাতে বিফলে যায় শিখর ধাওয়ানের ক্যারিয়ার সেরা ১৪৩ রানের অতি ধানবীয় ইনিংসটিও।

এদিন প্রথমে টস জিতে ব্যাটিং করে শিখর ধাওয়ানের ক্যারিয়ার সেরা ১৪৩ এবং রোহিত শর্মার ৯২ রানের সুবাধে অস্ট্রেলিয়াকে ৩৫৯ রানের পাহাড়সম লক্ষ্য দেয় ভারত।জবাবে ৩ উইকেট হাতে রেখে এই পাহাড় টপকে যায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার জয়ে অবদান রাখেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান উসমান খাজা, হ্যান্ডসকম্ব এবং অ্যাসটন টার্নার।৯১ রানে খাজা ফিরলেও ভারতীয় বোলারদের নাকানি-চুবানি খাইয়ে অভিষেক সেঞ্চুরি তুলে নেন হ্যান্ডসকম্বে।১১৭ রানে তিনি ফিরলে দলকে জয়ের দিকে নিয়ে যান অ্যাসটন টার্নার।গত ম্যাচেই অভিষেক হয়েছে তার।তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি।শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন এই নবীন।মাঠ ছাড়ের আগে তার সংগ্রহ ছিলো ৪৩ বলে ৮৪ রান।ইনিংষটি সাজানো ছিলো ৫ চার এবং ৬ ছক্কায়।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর